বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ০৯:২১:০৫

'ইয়ে লো আজাদি' বলেই জামিয়ায় গু'লি চালালো 'রামভক্ত' গোপাল!

'ইয়ে লো আজাদি' বলেই জামিয়ায় গু'লি চালালো 'রামভক্ত' গোপাল!

আন্তর্জাতিক ডেস্ক : দিনের আলোয় দিল্লীর রাস্তায় গু'লি চালাল ব'ন্দুকধারী। বৃহস্পতিবার দুপুরে সেই ভ'য়াব'হ ঘটনা ঘটল দিল্লি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির কাছে। অ''জ্ঞা'তপরিচয় ওই ব্যক্তির চালানো গু'লিতে বি'দ্ধ হয়েছেন এক ছাত্র। গু'লি চালানোর সময় ওই ব্যক্তি চীত্‍কার করে ওঠে 'ইয়ে লো আজাদি।' 

এই ঘটনায় রীতিমত আ'ত'ঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হওয়া ওই ব্যক্তির পরিচয়ে নাম লেখা 'রামভক্ত গোপাল'। তার পরণে ছিল কালো জ্যাকেট, সাদা ট্রাউজার। চারপাশে ছিল পুলিশ। তার মধ্যেই গু'লি চালায় ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাকে গ্রে'ফতার করেছে পুলিশ।

জামিয়ার ছাত্র আমনা আসিফ ঘটনার সাক্ষী ছিলেন। তিনি জানিয়েছেন, ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে ছিলেন তারা। আচমকা ব'ন্দুক হাতে চলে আসে ওই ব্যক্তি। তাকে কেউই চেনে না। তাদের অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে পুরো ঘটনা দেখছিল, তাও আট'কায়নি ওই ব্যক্তিকে। ছাত্ররা তাকে আ'টকানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।

গোটা ঘটনায় দিল্লি পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন আন্দো'লনকারীরা। তাদের অ'ভিযো'গ, মিছিল ঘিরে যাতে কোনওরকম অশা'ন্তি না বাধে তার জন্য আগে থাকতেই জামিয়ার বাইরে পুলিশ মোতায়েন ছিল। বিক্ষো'ভকারীদের আ'টকাতে হোলি ফ্যামিলি হাসপাতালের সামনে ব্যারিকেডও বসানো হয়। তাতে দমে না গিয়ে রাস্তার উপরই বসে পড়েন আন্দোলনকারীরা। তখনই পুলিশি নিরা'পত্তা টপকে পি'স্তল হাতে মিছিলের একেবারে সামনে চলে আসে অভিযুক্ত।

এই ঘটনার পর গোটা এলাকায় উত্তে'জনা ছড়িয়েছে। নিরা'পত্তার সুনি'শ্চিত করতে সেখানে যান চলাচল ব'ন্ধ রাখা হয়েছে। আহ'ত পড়ুয়াকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস)-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, একই ঘটনার সম্মুখীন হয় দিল্লির শাহিন বাগ। সিএএ বিরো'ধী অবস্থান বিক্ষো'ভ চলাকালীন মঙ্গলবার পিস্তল হাতে সেখানে ঢুকে পড়েন এক ব্যক্তি। 

আন্দোলনকারীদের তিনি হু'মকিও দেন বলে অভিযোগ। তবে গু'লি চালানোর আগেই তাকে নিরস্ত করা হয়। গত ডিসেম্বরেই নাগরিকত্ব সং'শো'ধনী আইনের প্র'তিবা'দে প্রথম বিক্ষো'ভ শুরু হয় জামিয়া মিলিয়ায়। গত ৬ সপ্তাহ ধরে জামিয়ার কাছে শাহিন বাগে বিক্ষো'ভ প্রদর্শন করছেন কয়েক'শ মহিলা। এখনও জা'রি আছে সেই প্রতিবা'দ।

এই ঘটনায় মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে লিখলেন, 'কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনাকে বরদা'স্ত করবে না। কোনও ভাবেই রেয়াত করা হবে না অপরা'ধীকে। দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি নির্দেশ দিয়েছি, অপরা'ধীর বি'রু'দ্ধে ক'ড়া পদক্ষেপ করতে। কোনও ভাবেই কা'লপ্রি'টকে ছাড় নয়।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে