বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ১০:২৪:৩৭

ডা. মাহাথির মান ভাঙ্গাতে মালয়েশিয়া যাচ্ছেন ইমরান খান

ডা. মাহাথির মান ভাঙ্গাতে মালয়েশিয়া যাচ্ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগামী সপ্তাহে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। বুধবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের চাপে পাকিস্তান মুসলিম জাতিগুলোর সম্মেলনে যোগ দেননি বলে যে অভিযোগ রয়েছে তা নিয়ে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।

ইমরান খান পূর্বাহ্নে জানিয়েছিলেন, মাহথির মোহাম্মদের আয়োজনে গত ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মুসলিম জাতিগুলোর সম্মেলনে পাকিস্তান যোগ দেবে। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান সম্মেলন থেকে পিছু হটে। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে।

পাকিস্তানের বার্তা সংস্থা বুধবার এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দিনের কুয়ালালামপুর সফরের শিডিউল নির্ধারিত আছে। সম্মেলনের পরই ইমরান খান এই সফরের বিষয়ে মাহাথির মোহাম্মদের সঙ্গে কথা বলেন। পাকিস্তান কেন সরে গেছে এ সম্মেলন থেকে, তার ব্যাখ্যা দিবে পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে