শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ১০:০৩:৩৭

মৃ'তের সংখ্যা বেড়ে ২১৩, পরিস্থিতি ভ'য়ঙ্ক'র

 মৃ'তের সংখ্যা বেড়ে ২১৩, পরিস্থিতি ভ'য়ঙ্ক'র

আন্তর্জাতিক ডেস্ক : ভ'য়ঙ্ক'র রূপ নিয়েছে প্রা'ণঘা'তী করোনাভাইরা'স। প্রতিদিনই বাড়ছে মৃ'ত্যুর সংখ্যা। এরইমধ্যে ভাই'রাসটিতে চীনের মূল ভূখণ্ডে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এ ভাইরা'সে আ'ক্রান্তে'র সংখ্যা প্রায় নয় হাজারে ছাড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে হুবেই প্রদেশ স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃ'ত্যু হয়েছে, যা ভাইরাস'টির কেন্দ্রস্থল উহান শহরে মৃ'তের সংখ্যা ২০৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চীনের প্রা'ণঘা'তী করোনা ভাইরা'স মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার জেনেভায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয় সংস্থাটি। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে