শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ০২:২৮:২২

আমেরিকায় ছড়িয়ে পড়েছে নতুন একটি মারাত্ম'ক ভাইরা'স, প্রাণ হা'রিয়েছেন ৮,২০০ জন

আমেরিকায় ছড়িয়ে পড়েছে নতুন একটি মারাত্ম'ক ভাইরা'স, প্রাণ হা'রিয়েছেন ৮,২০০ জন

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্ব যখন মর'ণঘা'তী করোনাভাইরা'স আত'ঙ্কে ভু'গছে, তখন আমেরিকায় ছড়িয়ে পড়েছে নতুন একটি মারা'ত্ম'ক ভাইরা'স। যুক্তরাষ্ট্রে কেবল এক মৌসুমে এই ভাইরা'সে প্রাণ হারিয়েছেন ৮,২০০ জন। আক্রা'ন্ত হয়েছে দেড় কোটি মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এটি নতুন কোনও মহা'মা'রী নয়। এটি ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাস-ঘটিত একধরনের সংক্রামক স'র্দিজ্ব'র।

যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জিক ও সংক্রা'মক রোগ ইনস্টিটিউটের তথ্যানুসারে, গত এক দশকের মধ্যে ২০১৯-২০২০ ফ্লু মৌসুমটি ছিল সবচেয়ে ভ'য়াব'হ। এই মৌসুমে ফ্লু' সংক্রা'ন্ত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ। আ'ক্রা'ন্তের সংখ্যা আরও বাড়বে বলে আশ'ঙ্কা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে