মোদি-শরিফের বৈঠক, স্বাগত আমেরিকা-জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক : ১১ বছর পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পাক সফর করলেন। অটল বিহারী বাজপেয়ীর পরে নরেন্দ্র মোদি। এর আগে আফগানিস্তানের পার্লামেন্টের উদ্বোধন করেন মোদি। আফগানিস্তান থেকেই যাত্রা পথ পরিবর্তণ করে পাকিস্তানের লাহৌর পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এই আচমকা পাক-সফরকে স্বাগত জানাল আমেরিকা৷ একই বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনও৷ ওয়াশিংটনের দাবি, এর ফলে দুই পড়শি দেশের সম্পর্ক আরও মজবুত হবে৷ মার্কিন বিদেশ বিষয়ক মন্ত্রনালয়ের এক মুখপাত্র বলেন, "২৫ ডিসেম্বর লাহোরে মোদি-শরিফের বৈঠককে আমরা স্বাগত জানাচ্ছি৷ আমরা আগেও বলেছি, ভারত-পাক সম্পর্কের উন্নতি হলে তার সুফল উপমহাদেশের অন্যান্য দেশগুলোও ভোগ করবে৷"
অন্যদিকে, বান কি মুনের মতে, আগামী দিনেও দু'দেশের মধ্যে এভাবেই দ্বিপাক্ষিক স্তরের আলোচনা বজায় থাকবে৷ জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, মহাসচিব বান কি মুন আগেই দু'দেশের নেতাদের আলোচনায় বসার পরামর্শ দিয়েছিলেন৷ এদিনের অগ্রগতি আশাব্যঞ্জক, দাবি তার৷
২৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�