শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ০২:৫৬:৫৩

এবার ভারতসহ ২০ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরা'স

এবার ভারতসহ ২০ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরা'স

আন্তর্জাতিক ডেস্ক : চীনে মহামা'রি আকার ধারণ করার মধ্যেই ভারতেও মিলেছে নতুন করোনাভাইরা'স আ'ক্রা'ন্তে'র খবর। কেরালা রাজ্যের এক ছাত্র এ ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে ওই রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর। আ'ক্রা'ন্ত ব্যক্তি উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথমবারের মতো করোনাভাইরা'স শনাক্ত হয়েছে ফিলিপাইনেও। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি উহান থেকে আসা এক চীনা নাগরিকের শরীরে ওই ভাইরা'স পাওয়া গেছে। এসব নিয়ে গতকাল পর্যন্ত বিশ্বের অন্তত ২০টি দেশে এ ভাইরা'স শনাক্ত হওয়ার খবর মিলল।

এদিকে করোনাভাইরা'স আ'তঙ্কে চীন-রাশিয়া সীমান্ত বন্ধের আদেশ দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। এ ছাড়া চীনা নাগরিকদের ইলেকট্রনিক ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা পূর্ব অঞ্চলের সীমান্ত বন্ধের বিষয়টি সবাইকে জানাব।

করোনাভাইরা'স ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে রুশ সরকার।’ করোনাভাইরা'সটির উৎপত্তিস্থল চীনের উহান শহরে আট'কা পড়া বিদেশিদের সরাতে নতুন উদ্যোগের কথা শোনা গেছে। কয়েকটি দেশ নিজ নাগরিকদের ফেরাতে নানামুখী ব্যবস্থা নিয়েছে। এর আগে গত বুধবার উহান থেকে ২০৬ জন জাপানি এবং ২৪০ জন আমেরিকানকে সরিয়ে নেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে