আন্তর্জাতিক ডেস্ক : গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া ভয়া’ভহ দা'বান'ল দ্রু'ত ছ'ড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়ও দা'বান'লের শ'ঙ্কায় জ'রুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।
খবর রয়টার্সের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ার রাজধানীতে তী'ব্র তাপমাত্রা এবং বাতাসের কারণে দা'বানল ছ'ড়ানোর আ’শঙ্কায় এই জ'রুরি অবস্থা জারি করা হয়। কর্মকর্তারা আরও জানায়, ক্যানবেরার খুব কাছাকাছি দা'বান'লে এসে পড়েছে। এই বিষয়ে ক্যানবেরার মুখ্যমন্ত্রী বলেন, আ'গুনকে নিয়ন্ত্রণে আনা আমাদের জন্য ক'ষ্টসাধ্য হতে পারে।
শুক্রবার থেকে জারি হওয়া এই জরুরি অবস্থা আগামী ৭২ ঘণ্টার জন্য ক্যানবেরায় জা'রি করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যেও নতুন করে দা'বান'ল ছ'ড়ানোর শ'ঙ্কা দেখা দিয়েছে।