শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬:১১

করোনা ভাই'রাস রু'খতে চীনকে যে বার্তা দিলেন দালাই লামা

করোনা ভাই'রাস রু'খতে চীনকে যে বার্তা দিলেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক : চীনের করোনা ভাই'রাস ঘিরে ইতিমধ্যেই 'হু' এর তরফে জা'রি করা হয়েছে স'ত'র্কবার্তা। জানানো হয়েছে করোনা ভাইরাস ঘিরে আপাতত বিশ্বজুড়ে জ'রুরি অবস্থা রয়েছে। চীন ইতিমধ্যেই দেখেছে এই ভাই'রাসে আক্রান্ত হয়ে ২০০ জনেরও বেশি মানুষের মৃ'ত্যু মিছিল। 

এমন অবস্থায় চীনকে বার্তা দিয়ে তিব্বতী ধর্মগুরু দালাই লামা বলেন, এই মা'রণ ভাইরাস থেকে বাঁচার উপায় একমাত্র 'তারা মন্ত্র'। করোনা ভাই'রাস আ'ক্রা'ন্ত চীনকে এমন মা'রণ রোগ মুক্ত হওয়ার রাস্তা দেখানোর উদ্দেশে, ধর্মগুরু দালাই লামা বলেন, যদি তারা মন্ত্র জপ করা যায়, তাহলে এই ভাই'রাসকে রুখে দেওয়া যাবে। 

সেন্ট্রাল টিবেটিয়ান অ্যাডমিনিস্ট্রেশন দালাই লামার এই বক্তব্য পেশ করেছে নিজেদের ওয়েব সাইটে। জানা গিয়েছে, দালাই লামার বক্তব্য এর আগে চাওয়া হয় চীনের বৌদ্ধদের তরফে। আর সেই আবেদনে সাড়া দিয়ে চীনের বৌদ্ধদের প্রতি 'তারা মন্ত্র' এর জপ করার পরামর্শ দেন দালাই লামা। ওই ওয়েবসাইটেও দালাই লামার তারা মন্ত্র জপ করার ভিডিও পোস্ট করা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে