শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:৩৩:২২

আর পতিতাপল্লীতে ভরসা নয়! এবার অনলাইনে বুকিং করলেই বাড়িতে আসবে নারী!

আর পতিতাপল্লীতে ভরসা নয়! এবার অনলাইনে বুকিং করলেই বাড়িতে আসবে নারী!

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাংক থেকে পোস্ট অফিস অনলাইন ছাড়া দুনিয়া অচল। বাজারও হয়ে যায় বাড়িতে বসে। তাহলে শারিরীক সুখ কেন পাওয়া যাবে না ঘরে বসে। সে দিন গিয়েছে যখন পতিতাপল্লী মুখ লুকিয়ে গিয়ে শারিরীক তৃপ্তি মিটিয়ে নেওয়া। অত সময় নেই। একাকি জীবন, বাইরে যেতেও ভালো লাগেনা। 

সঙ্গী বেছে নিন ফেসবুকের বিশেষ বন্ধু পাতানোর পেজ থেকে। টাকা দিন অনলাইনে। কাজ শুরু। সহজ ব্যপার। ইন্টারনেটে এসকর্ট সার্ভিস কিংবা ভিডিও চ্যাটের অতিসহজ পদ্ধতিই এশিয়ার সবথেকে বড় যৌ'নপল্লীর ব্যবসায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। দিনে দিনে আয় কমে যাচ্ছে। 

আগের থেকে অন্তত ২০ থেকে ২৫ শতাংশ আয় কমে গিয়েছে কলকাতার সোনাগাছির যৌ'নকর্মীদের। এমনটাই জানিয়েছে সোনাগাছির মহিলারা। সোনাগাছি কলকাতায় অবস্থিত এশিয়ার বৃহত্তম নি'ষি'দ্ধ পল্লি। এই পতি'তালয়ের কয়েকশত বহুতল ভবনে প্রায় ১০০,০০০ যৌ'নকর্মী বসবাস করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে