আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী করোনা ভাই'রাসের ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন ভারতের এক চিকিৎসক। শুধু দাবিই নয়; তার বানানো ওষুধ খেলে মাত্র ২৪ ঘণ্টায় আ'ক্রা'ন্তের দেহে ভাই'রাসটি অকার্যকর হবে ও রোগমুক্তি মিলবে বলে জানান এই চিকিৎসক।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, করোনা ভাই'রাসের প্রতিষে'ধক আবিস্কারের এই দাবি করেছেন তামিলনাড়ুর চিকিৎসক ডা. থানিকাসালাম বেনি। তিনি আয়ুর্বেদ ও সি'দ্ধ ওষুধ ব্যবহার করে চিকিৎসা দিয়ে থাকেন। তার দাবি, বিভিন্ন ধরনের গাছ-গাছড়ার নির্যাস থেকে তিনি যে ওষুধ তৈরি করেছেন, তা দিয়ে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত রোগীকে সাড়াতে সক্ষম।
বার্তাসংস্থা এএনআই'কে ওই চিকিৎসক বলেন, 'আমরা বিভিন্ন ঔষধি গাছের নির্যাস থেকে ওষুধ প্রস্তুত করেছি। এটি জ্বর-জাতীয় যেকোনও রোগ সারাতে খুবই কার্যকর। করোনা ভাই'রাসের কোনো ওষুধ নেই। এ বিষয়ে বিশেষজ্ঞরা এখনো সফল হতে পারেনি। কিন্তু আমাদের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে ডেঙ্গু, মাল্টি-অর্গান ফেভার ও অ্যাকিউট লিভার ফেবারের চিকিৎসা করা যায়।'
এর পর ডা. থানিকাসালাম বেনি বলেন, 'আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীন সরকারকে বলতে চাই, আমাদের ওষুধ করোনা ভাই'রাসজনিত জ্বরের চিকিৎসাতেও কার্যকর।' তিনি আরও দাবি করেন, এই ওষুধ প্রয়োগে করোনা ভাই'রাসের সং'ক্রা'মণ মাত্র ২৪ থেকে ৪০ ঘণ্টার মধ্যেই সারানো সম্ভব।
এর পেছনের যুক্তি হিসেবে তিনি বলেন, এই ওষুধে এর আগে ডে'ঙ্গুতে প্লা'টিলেট কমে যাওয়া, য'কৃতের সম'স্যা, রক্তের শ্বেত কণিকা ও রোগ প্রতিরো'ধ ক্ষমতা কমে যাওয়ার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং তারা এই সময়েই সেরে উঠেছেন। ডা. থানিকাসালাম বলেন, 'আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, আমাদের ওষুধ করোনা ভাই'রাসের চিকিৎসায় কার্যকরী হবে।'