শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ০৯:৩৮:০০

রাতে চীন থেকে ঢাকায় ফিরছেন বাংলাদেশীরা, দেখা করতে পারবেন না স্বজনরা

রাতে চীন থেকে ঢাকায় ফিরছেন বাংলাদেশীরা, দেখা করতে পারবেন না স্বজনরা

নিউজ ডেস্ক : চীন থেকে ফিরে আসা বাংলাদেশী নাগরিকদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আশকোনা হজ ক্যাম্পে বি'চ্ছি'ন্ন করে (কোয়ারেন্টাইন) রাখা হচ্ছে। চীনের হোবেই প্রদেশের উহান থেকে আগত ৩৬১ জন নাগরিক সেখানে এতোদিন নিজ নিজ বাসস্থানে ব'ন্দী অবস্থায় ছিলেন। তাদের আনা হচ্ছে বিশেষ ব্যবস্থাপনায়। 

বাংলাদেশী নাগরিকেরা আশকোনা হজ ক্যাম্পে অবস্থানকালীন তাদের খাবার, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসহ দৈনন্দিন সকল প্রয়োজনীয় সামগ্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হবে। তাদের নিরা'পত্তায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের বিশেষ দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সারা বিশ্বে স্বাস্থ্যে জ'রু'রী অবস্থা জারি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনেক নিম্ন ও মধ্য আয়ের দেশে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্তদের শ'না'ক্ত করা এবং আ'ক্রা'ন্ত ব্যক্তিকে দেখভাল করা ও পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামের অ'ভা'ব রয়েছে। ফলে এসব দেশে করোনা ভাই'রাসটি অনিয়'ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়তে পারে এবং কিছু সময়ের জন্য বিষয়টি নজরে নাও পড়তে পারে। ইতোমধ্যে চীনের ১০ হাজারের বেশি মানুষ নতুন ধরনের এই ভাই'রাসে (২০১৯এনসিওভি) আ'ক্রা'ন্ত হয়েছে এবং মারা গেছে ২১৩ জনের বেশি।

উহান থেকে ফিরছেন পিএইচডি গবেষক ইমশিয়াত শরীফ। তিনি জানান, ‘সুন'শান নিস্ত'ব্ধ অন্ধ'কারময় শহর উহান থেকে ফিরছি। টানা আট দিন অব'রু'দ্ধ থাকার পর অবশেষে ফিরছি আজ রাতে নিজের দেশে মাটিতে। শুকরিয়া আদায় করছি আল্লাহর প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা। তিনি আ'টকে পড়া বাংলাদেশী শিক্ষার্থীদের মনে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন।’ 

ইমশিয়াত শরীফ একই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চীন সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। চীন সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশী শিক্ষার্থীদের নিয়মিত খোঁ'জ-খবর রেখেছেন এবং সহযোগিতা করেছেন বলে। ইমশিয়াত শরীফ বলেন, করোনা ভাই'রাসটি দিন দিন ভ'য়াব'হ আকার ধারণ করছে। মৃ'ত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মৃ'ত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের বাংলাদেশীদের মধ্যে আ'ত'ঙ্ক ও উ'দ্বে'গ বাড়ছিল। অবশেষে দেশে ফিরে যাবার সংবাদে স্ব'স্তি এনে দিল সকলের মধ্যে।

ফিরে আসা বাংলাদেশী নাগরিকরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশকোনা হজ্জ্ব ক্যাম্পে বি'চ্ছি'ন্ন অবস্থায় থাকবেন। এই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী এবং স্বাস্থ্য অধিদফতরের যৌথ মেডিকেল টিম নিয়মিতভাবে বাংলাদেশী নাগরিকদের স্বাস্থ্য সং'ক্রা'ন্ত ফলোআপসহ স্বান্থ্য সেবায় নিয়োজিত থাকবেন।

চীন থেকে ফিরে আসা বাংলাদেশী নাগরিকদের অভিভাবক ও পবিরারের সদস্যবৃন্দকে আ'ত'ঙ্কিত না হওয়ার এবং বিমানবন্দর ও আশকোনা হজ্জ্ব ক্যাম্প এলাকায় অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। আশকোনা হজ্জ্ব ক্যাম্পে অবস্থানকালীণ সময়ে চীন থেকে ফিরে আসা বাংলাদেশী নাগরিকদের স্বাস্থ্যগত তথ্য তাদের অভিভাবক ও পবিরারের সদস্যবৃন্দকে নিয়মিতভাবে অবহিত করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে