আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবী থেকে বি'চ্ছিন্ন হচ্ছে চীন, আত'ঙ্কিত সারাবিশ্ব! চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘা'তী নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতংকি'ত সারাবিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে দ্রু'ত গতিতে করোনা ভাইরা'স ছ'ড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী স্বাস্থ্যগত জ'রুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা।
চীন ছাড়াও বিশ্বের ২১টি দেশে এই ভাইরা'স স'নাক্ত হয়েছে। এরই মধ্যে, বিভিন্ন দেশের প্রায় অর্ধশত বিমান পরিবহন সংস্থা তাদের চীনগামী ফ্লাইট বাতিল করেছে। একদিনের ব্যবধানে বৃহস্পতিবার ভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়ে দেশটিতে ঝ'ড়ে গেছে আরো ৪২টি প্রাণ। এই নিয়ে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২শ’১৩ জনে। আর, আ'ক্রা'ন্তের সংখ্যা সাড়ে নয় হাজার ছাড়িয়েছে।
ভাইরা'সের সর্বোত্তম প্রতিরোধ করতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি একের পর এক চীনের মূল ভূখণ্ডে তাদের ফ্লাইট স্থগিত করছে। যেহেতু উড়োজাহাজ ভাইরাস মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়ার অন্যতম দ্রুততম মাধ্যম, তাই বেশ অনেকগুলো আন্তর্জাতিক বিমানসংস্থা তাদের কিছু বা সকল চীনে ফ্লাইট বাতিল করেছে।
তবে এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিশ্বখ্যাত বিমানসংস্থা পক্ষ থেকে ফ্লাইট বন্ধ রাখার কোন সিদ্ধান্ত আসেনি। ভারত, পাকিস্তানের বিমান বন্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশ এখনও কোন সিদ্ধান্ত নেয় নি। বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স গুয়াংজু রুটে চলাচল করে।
চীনের সবগুলো প্রদেশ ছাড়াও বিশ্বের ২১টি দেশে এই ভাইরা'স সনা'ক্ত হয়েছে। এরমধ্যে যুক্তরাজ্যে সনা'ক্ত হয়েছে ২ জন, যারা একই পরিবারের সদস্য। তাদেরকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতালিতে ২ জন সনাক্ত হওয়ার পর, সেখানে জরুরী অবস্থা জারি করেছে দেশটির সরকার।
এদিকে, করোনা ভাইরাসের আত'ঙ্কে বিশ্বের বিভিন্ন দেশের ৪৩টি বিমান সংস্থা তাদের চীনগামী ফ্লাইট বাতিল করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ব্রিটিশ এয়ারওয়েস, এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইনসসহ বেশ কয়েকটি নামকরা এয়ারলাইনস সাময়িকভাবে তাদের ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, চীন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা ভাইরা'স ছ'ড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বড় ধরনের ধা'ক্কার আশ'ঙ্কা করছেন বিশ্লেষকরা।
যেসব বিমানসংস্থা চীনে ফ্লাইট বাতিল করেছে তার হল- ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা গ্রুপ, এয়ার কানাডা, কেএলএম, এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, আমেরিকান এয়ারলাইন্স, এয়ার সিওল, ভারতের ইন্ডিগো, ইজিপ্ট এয়ার, হংকং এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, এশিয়ানা এয়ারলাইন্স, লায়ন এয়ার, ইভা এয়ার, ডেল্টা এয়ারলাইন্স সহ অন্যরা।
ব্রিটিশ এয়ারওয়েজ: বুধবার ( ২৯ জানুয়ারি) হংকংকে বাদ দিয়ে চীনের মূল ভূখণ্ডের গন্তব্যেগুলোতে উড়ান স্থগিত করে। প্রথম বৃহত্তম আন্তর্জাতিক বিমানসংস্থা হয়ে ওঠে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর সকল নাগরিককে প্রয়োজন ছাড়া চীন ভ্রমণ না করার পরামর্শ দেওয়ার পরে এই সিদ্ধান্ত ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।