শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২০, ১২:১২:৪১

মুসলমানরাও ভারতের নাগরিক, ওদেরও সমান অধিকার রয়েছে : মোদি

মুসলমানরাও ভারতের নাগরিক, ওদেরও সমান অধিকার রয়েছে : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম সম্প্রদায়ের মানুষও ভারতের নাগরিক। তাদেরও এ দেশে সমান অধিকার রয়েছে, বাকিদের মতো দেশের প্রতি কর্তব্যও রয়েছে তাদের। সংশো'ধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশ জুড়ে বিক্ষো'ভের মধ্যে এমনটাই জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংসদে বাজেট অধিবেশের আগে শুক্রবার দিল্লিতে এনডিএ শরিকদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই সিএএ প্রসঙ্গ উঠলে তা নিয়ে মোদি বলেন, ''সংশো'ধিত নাগরিকত্ব আইন নিয়ে কিছু লোক দেশকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। মুসলিমরা এই দেশের অংশ। এ দেশে তাদের সমান অধিকার রয়েছে এবং বাকিদের মতো দেশের প্রতি তাদেরও কর্তব্য রয়েছে।''

সিএএ নিয়ে বিরো'ধিতা শুরু হয়েছে বটে, তবে তাতে চি'ন্তিত হওয়ার কোনও কারণ নেই, শরিক দলগুলিকে এমনটাও বোঝান মোদি। তার দাবি, সরকার কোনও ভু'ল সিদ্ধান্ত নেয়নি। তাই এ নিয়ে চি'ন্তিত হওয়ার কোনও কারণ নেই। বরং কেউ এ নিয়ে প্রশ্ন তুললে, তাদের বোঝানো উচিত যে নাগরিকত্ব দিতেই এই আইন আনা হয়েছে, কারও নাগরিকত্ব কেড়ে নিতে নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে