শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৩৮:০৭

রাতারাতি আরও একটি হাসপাতাল বানিয়ে ফেললো চীন

রাতারাতি আরও একটি হাসপাতাল বানিয়ে ফেললো চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশের উহান শহরে আরও একটি হাসপাতালের কাজ প্রায় শেষে দিকে। করোনা ভাই'রাসের প্রকো'প বাড়তে থাকায় আগেই হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিল চীন। সে অনুযায়ী ইতোমধ্যেই একটি হাসপাতাল তৈরির কাজ শেষ হয়েছে এবং সেখানকার কার্যক্রমও শুরু হয়ে গেছে। সেখানে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত ব্যক্তিদের সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, দ্বিতীয় হাসপাতাল নির্মাণের কাজও প্রায় শেষ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকেই সেখানে রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। লেইশেনসান হাসপাতাল নির্মাণে শ্রমিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ওই হাসপাতালের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। হাসপাতাল নির্মাণে কয়েক ডজন ক্রেন দিয়ে কাজ চালানো হচ্ছে। 

এর আগে হুয়াংঝু জেলায় নির্মিত প্রথম হাসপাতাল ভবনটি মূলত হুয়ানগ্যাং সেন্ট্রাল হাসপাতালের একটি নতুন শাখা। এটি আগামী মে মাসে চালু করার কথা ছিল। কিন্তু করোনা ভাই'রাসের প্রকো'প বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ ওই হাসপাতালকেই করোনা আ'ক্রা'ন্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়। প্রাণঘা'তী করোনা ভাই'রাসে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এই ভাই'রাসে আ'ক্রা'ন্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। 

হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃ'ত্যু হয়েছে, যার ফলে ভাই'রাসটির কেন্দ্রস্থল উহান শহরে মৃ'তের সংখ্যা ২০৪ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইসরায়েলেও এক রোগীর শরীরে করোনা ভাই'রাস পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে