শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২০, ০১:১৭:৪০

দুঃসময়ে চীনের প্রতি 'সংহতি' প্রদর্শন, উহান থেকে নাগরিকদের ফেরাবে না পাকিস্তান

দুঃসময়ে চীনের প্রতি 'সংহতি' প্রদর্শন, উহান থেকে নাগরিকদের ফেরাবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাই'রাস আ'ত'ঙ্কে চীনের উহানে থেকে বিশেষ বিমানে ইতিমধ্যেই ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা হয়েছে। চীন থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনছেন। শুধু ভারত বা বাংলাদেশ নয়, অন্য দেশগুলিও তাদের নাগরিকদের উহান থেকে ফিরিয়ে নিতে তত্‍‌পর। একমাত্র ব্যতিক্রম পাকিস্তান। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু'র সত'র্কতার তো'য়াক্কা না-করে, বন্ধু দেশের প্রতি 'সংহতি' প্রদর্শনে উহানে থাকা পাক নাগরিকদের দেশে না-ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ইমরান খান সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চীনের এখন ক'ঠিন সময়। এই দুঃসময়ে উহান উজাড় করে পাক নাগরিকদের দেশে ফিরিয়ে আনা বিচ'ক্ষণ পদক্ষেপ হবে না। যে কারণে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে, উহান থেকে কাউকেই এখন দেশে ফেরানো হবে না।

চীনে করোনা ভাই'রাস মহা'মারীর আকার ধারণ করেছে। বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসেবে মৃ'তের সংখ্যা ২১৩। রোজই এই সংখ্যাটা লাফিয়ে বাড়ছে। চীনের গ'ণ্ডিতে সীমাবদ্ধ না-থেকে মা'রণ এই ভাই'রাস অন্য দেশগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এরই মধ্যে ভারতে করোনা ভাই'রাসে একজনের মৃ'ত্যুর খবর নি'শ্চিত করা হয়েছে।

ফলে, করোনা ভাই'রাস এখন শুধুমাত্র চীনের মাথাব্যথা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনা ভাই'রাস নিয়ে 'জ'রু'রিবস্থা' ঘোষণা করেছে। এ হেন পরিস্থিতিতে পাকিস্তান শুধুমাত্র 'সংহতি' প্রদর্শনে, স্রোতের বিপ'রীতে হেঁটে এমন একটা পদক্ষেপ করেছে, তা অনেকেই মানতে নারাজ।

কেউ কেউ বলছেন, করোনা ভাই'রাস পাকিস্তানে থাবা বসালে, তা সামাল দেওয়ার অবস্থা তাদের নেই। ফলে, এমন সং'কটময় পরি'স্থিতিতে পাক নাগরিকদের উহান থেকে দেশে ফিরিয়ে আনা ঝুঁ'কিপূর্ণ হয়ে যাবে। সূত্রের খবর, প্রায় ৫০০ পাকিস্তানি নাগরিক চীনের উহানে আটকে রয়েছেন। এদের অধিকাংশই আবার পড়ুয়া। গোটা চীনে পাকিস্তানির সংখ্যা ৩০ হাজার। এর মধ্যে ৫ পাকিস্তানি পড়ুয়ার শরীরে মিলেছে মা'রণ এই ভাই'রাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে