শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৩৮:৪০

গ'রুর মূ'ত্র ও গোব'রে সারবে করোনাভাইরা'স: চ'ক্রপানি

গ'রুর মূ'ত্র ও গোব'রে সারবে করোনাভাইরা'স: চ'ক্রপানি

আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়ে এখন পর্যন্ত দু'শ ৫৯ জনের প্রা'ণহা'নি ঘটেছে এবং ১১ হাজার সাতশ ৯১ জন আ'ক্রা'ন্ত হয়েছেন। যদিও অ'ভিযোগ উঠেছে, প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না চীন সরকার। 

ম'হামা'রি আকারে ভাইরা'সটি ছ'ড়িয়ে যাওয়া ঠে'কাতে এরই মধ্যে বিশ্বজুড়ে জ'রুরি প'রিস্থিতি ঘো'ষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন পর্যন্ত এই ভাইরা'সের কোনো প্র'তিষেধ'ক উদ্ভাবন হয়নি।

অন্যদিকে হিন্দু মহাসভা প্রধান স্বামী চ'ক্রপানি মহারাজ করোনাভাইরা'সের চিকিৎসায় গ'রুর মূ'ত্র ও গো'বর ব্যবহারের কথা বলেছেন। ভাইরা'সটি ঠে'কাতে বিশেষয'জ্ঞ করার পরামর্শও দিয়েছেন তিনি।

চ'ক্রপানি মহারাজ বলেন, গ'রুর মূ'ত্র ও গো'বর গ্রহণ করলে করোনাভাইরা'সের প্রভাব ব'ন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি 'ওঁ'ম ন'মঃ শিবা' বলবে এবং গ'রুর গো'বর গায়ে মা'খবে তিনি র'ক্ষা পাবেন। করোনা ভাইরা'স মারতে শিগগিরই বিশেষয'জ্ঞ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে