শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:০০:৩৭

'ভারত হিন্দুরাষ্ট্র, অন্যদের থাকার অধিকার নেই' বলেই শাহিনবাগে এলো'পাথাড়ি গু'লি

'ভারত হিন্দুরাষ্ট্র, অন্যদের থাকার অধিকার নেই' বলেই শাহিনবাগে এলো'পাথাড়ি গু'লি

আন্তর্জাতিক : ভারতের রাজধানী দিল্লীর জামিয়ার পর এবার শাহিনবাগ। শনিবার দুপুরে হঠাৎ করেই শাহিন বাগ অঞ্চলে শূন্যে এলো'পাথাড়ি গু'লি চালাতে শুরু করে এক যুবক। ঘটনায় হ'তাহ'তের খবর এখনও পাওয়া যায়নি। তিন রাউন্ড গু'লি চালানোর পর আপাতত পুলিশ গ্রে'প্তার করেছে ওই যুবককে। যুবকের নাম কপিল গুজ্জর।

আপাতত নতুন দিল্লীর সরিতা বিহার থানায় নিয়ে যাওয়া হয়েছে। শোনা যাচ্ছে নয়ডা থেকেই ওই যুবক এসেছে। গ্রেপ্তারের পর সে পুলিশকে জানিয়েছে, 'আমাদের দেশ হিন্দুরাষ্ট্র। হিন্দু ছাড়া অন্য কারোর এদেশে বসবাসের অধিকার নেই।' ঘটনাস্থল থেকে মিলল কার্তুজও।

এর আগে, বৃহস্পতিবারই ফেসবুকে লাইভ ভিডিও পোস্ট করে জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গু'লি চালায় আরেক 'রামভক্ত' গোপাল। রামভক্ত গোপালের গু'লি চালানোর একটি ভিডিও ভাই'রাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে গু'লি চালানোর সময় তার পরনে ছিল কালো জ্যাকেট।

ইয়ে লো আজাদি বলতে বলতেই গু'লি চালিয়েছে সে। উত্তরপ্রদেশের বাসিন্দা গোপাল নাবালক। এমনটাই জানিয়েছে পুলিশ। আপাতত পুলিশের হেফাজতেই রয়েছে সে। জামিয়ার ঘটনায় একজন জ'খ'ম হয়েছিলেন তবে আজকের ঘটনায় এখনও পর্যন্ত কারোর জ'খ'ম হওয়ার খবর পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে