শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:২৫:৫৬

সৌভাগ্যের '০২-০২-২০২০' দিনে বিয়ে বন্ধ চীনে!

সৌভাগ্যের '০২-০২-২০২০' দিনে বিয়ে বন্ধ চীনে!

আন্তর্জাতিক ডেস্ক: চীনে করোনাভাইরাস সং'ক্র'মণ ম'হামা'রির আকার ধারন করেছে। দেশটির সরকারি নির্দেশ, আপাতত বিয়ের দিন থাকলে সেটা পিছিয়ে দিতে হবে। সেই মোতাবেক কাজ শুরু হয়েছে। চীনজু'ড়ে চলছে বিয়ের তারিখ পিছিয়ে দেওয়ার পালা। এর পাশাপাশি সংক্ষিপ্ত সময়ে অ'ন্ত্যে'ষ্টিক্রিয়া শেষ করতে আহ্বান জানানো হয়েছে। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মহামা'রির আকার নেওয়া এই ভাইরাস ঘটিত সং'ক্র'মণের কারণে চীনে মৃ'তের সংখ্যা ২৫৯ জনে দাঁড়িয়েছে। ১২ হাজারের বেশি মানুষ আক্রা'ন্ত হয়েছে। এমন পরিস্থি'তিতে চীনের উহান শহর যেমন অবরু'দ্ধ৷। তেমনই একের পর এক প্রদেশ জু'ড়ে ছ'ড়িয়েছে করোনাভাইরাস। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি কোথাও বিয়ের অনুষ্ঠান থাকলে সেটা অবিলম্বে বাতিল করতে হবে৷

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে বিয়ের জন্য বিশ্বজু'ড়ে হু'ড়োহু'ড়ি পড়েছে। এই দিনটিকে সৌভাগ্যের দিন বলে চিহ্নিত করা হয়েছে। দিনের সংখ্যা ক্র'ম হচ্ছে '০২-০২-২০২০'। এই ধরণের সংস্কারের কারণ, শুরু ও শেষ থেকে পড়লে এই সংখ্যাকে একই মনে হবে। ফলে দিনটিতে বিয়ের জন্য মু'খিয়ে ছিলেন অনেকেই। চীনেও সেই প্রভা'ব পড়েছিল। 

এরই মাঝে করোনা ভাইরাসের আ'ক্র'মণ শুরু হতেই পরিস্থি'তি ভ'য়াব'হ হয়ে যায়। সৌভাগ্যের দিন এখন ভু'লতে বসেছেন সবাই। প্রাণ বাঁ'চাতে নাক-মুখ ঢে'কে ঘরব'ন্দি চীনারা। যে কোনও সময় করোনাভাইরাস সং'ক্র'মণ হতে পারে। আর এই ভাইরাস রো'ধে এখনও পর্যন্ত প্রতিষে'ধক বের করা যায়নি। ফলে আক্রা'ন্ত রোগীর মৃ'ত্যুর সম্ভাবনা প্রব'ল। এমন অবস্থায় বিয়ের দিন পিছিয়ে দিতে চীনের নাগরিক পরিষেবা বিভাগগুলির তরফে বার্তা দিয়ে আপাতত বিয়ে পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে