শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৩৪:০৭

ইরানের সঙ্গে উত্তে'জনার মধ্যে এবার রাশিয়ার বিরু'দ্ধে যু'দ্ধের প্রস্তুতি আমেরিকার

ইরানের সঙ্গে উত্তে'জনার মধ্যে এবার রাশিয়ার বিরু'দ্ধে যু'দ্ধের প্রস্তুতি আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে উত্তে'জনার মধ্যেই রাশিয়ার সঙ্গে যু'দ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সাপ্তাহিক নিউজউইকে'র এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। ৩১ জানুয়ারি, শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে উত্তে'জনার মধ্যেই গত বছরের মে থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ২৯টির বেশি দেশে ৯৩টি ভিন্ন ভিন্ন সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এতে দাবি করা হয়, স্থলযু'দ্ধ থেকে সাইবার যু'দ্ধ পর্যন্ত বিভিন্ন সাম'রিক কৌশলের এ অনুশীলনের লক্ষ্য ইরান বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ নয়। রাশিয়ার বি'রু'দ্ধে যু'দ্ধের প্রস্তুতি হিসেবে এ মহড়ার অনুশীলন করা হয়েছে। ২০১৪ সালের মার্চে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ'খ'ল করে নেওয়ার পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক নয়।

যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তে'জনার পরিপ্রেক্ষিতে উভয় দেশই তাদের সামরিক তৎপরতা বিপুল পরিমাণে বাড়িয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। গত বছরের অক্টোবরে ন্যাটোর পার্লামেন্টারি কমিটির এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, ইউরোপীয় নিরা'পত্তা পরিস্থিতির ক্র'মাবন'তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) নাটকীয়ভাবে বাড়িয়েছে তাদের সামরিক তৎপরতা। এর প্রতি'ক্রিয়ায় থেমে নেই রাশিয়াও।

রুশ হু'ম'কি মো'কাবে'লায় পূর্ব ইউরোপে যথেষ্ট পরিমাণে ন্যাটোর স্থলসেনা না থাকায় প্রতিবেদনে কমিটি তাদের উদ্বে'গ প্রকাশ করে। তবে সামরিক দক্ষ'তা ও সরঞ্জামের দিক থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়াকে অতি'ক্রম করেছে বলে প্রকাশ করা হয়। এদিকে অক্টোবরেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ২০২০ সালে ইউরোপে ন্যাটোর পরিচালনায় এক সামরিক মহড়ার আয়োজন করা হবে।

ইউএস ইউরোপিয়ান কমান্ড (ইউরোকম) জানায়, ৩৭ হাজার সেনার অংশগ্রহণে ২০২০ সালের এপ্রিল ও মে মাসে এ মহড়া অনুষ্ঠিত হবে। ইউরোকম জানায়, 'শীতল যু'দ্ধে'র সময়ে ন্যাটোর 'রিটার্ন অব ফোর্সেস টু জার্মানি' (রিফোরজার) সামরিক মহড়ার আদলেই এ মহড়া অনুষ্ঠিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে