রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৫৬:৪৭

করোনাভাইরা'সে মৃ'তের সংখ্যা বেড়ে ৩০৫, ছ'ড়িয়ে পড়েছে ২৭ দেশে

করোনাভাইরা'সে মৃ'তের সংখ্যা বেড়ে ৩০৫, ছ'ড়িয়ে পড়েছে ২৭ দেশে

আন্তর্জাতিক ডেস্ক : চীনে প্রা'ণঘা'তী করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়ে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ এ। এছাড়া চীনের বাইরে প্রথম ১ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। ২৭টি দেশে এই ভাইরা'সে ১৪ হাজার ৫শ ৫১ জনের আ'ক্রা'ন্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে, চীন ভ্রমণে নি'ষেধা'জ্ঞা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান। এছাড়া অনেক দেশই এই ভাইরা'সের প্রকোপ ঠে'কাতে চীন থেকে আগতদের ওপর অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিচ্ছে। নিউ ইয়র্কে এক ব্যক্তি এই ভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়েছেন কীনা তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে প্রথমবারের মতো একজনের করোনাভাইরা'সে আ'ক্রা'ন্তের খবর পাওয়া গেছে। প্রথমবারের মতো স্পেনেও একজন করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি চীন সফর করেছেন এমন সব বিদেশি পর্যটকদের ওপর নি'ষেধা'জ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। এর আগে রাশিয়া, জাপান, পাকিস্তান এবং ইতালিও একই ধরনের নি'ষেধা'জ্ঞার ঘোষণা দিয়েছে।

তবে এ ধরনের নিষে'ধাজ্ঞা'র বিরোধিতা করছেন বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তারা। গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরা'সের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৭টির মতো দেশে ছ'ড়িয়ে পড়েছে এই প্রা'ণঘা'তী ভাই'রা'স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে