আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনাভাইরা'সের সংক্র'মণ ঠে'কাতে চীনের নানা পদক্ষেপ নজর কে'ড়েছে বিশ্ববাসীর। এবার জানা গেছে, ভাইরা'সের সংক্র'মণ ঠে'কাতে কথা বলতে সক্ষম ড্রোন ব্যবহার করছে চীন। যেসব নাগরিক মাস্ক পরেননি এবং নিষেধা'জ্ঞা না মেনে ঘরের বাইরে বেরিয়েছেন তাকে বকা দিয়ে সত'র্ক করবে এসব ড্রোন।
নাগরিকদের সতর্ক করে এসব ড্রোন বলছে, 'তাড়াতাড়ি মাস্ক পরো।' হ্যাঁ তোমাকেই বলছি, 'নিষেধা'জ্ঞা অমান্য করে বাইরে বের হয়েছে কেন?' করোনাভাইরা'স ঠেকানোর অংশ হিসেবে ওষুধ ছিটিয়ে দিতেও চীন ড্রোন ব্যবহার করছে।
এরমধ্যে এক সপ্তাহেই হাসপাতাল নির্মাণ করে সারাবিশ্বকে চম'কে দিয়েছিল চীন। এক সপ্তাহে ওই হাসপাতাল নির্মাণের পর আরও কয়েকটি হাসপাতাল নির্মাণ করছেন চীন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়ে মৃ'ত্যু হয়েছে ৩০৪ জনের। এ ভাইরা'সে এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ আ'ক্রা'ন্ত হয়েছে। সূত্র: বিজনেস ইনসাইডার, সিএনএন