রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:১৮:১৯

স্ত্রীর মাথা কে'টে হাতে নিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটছেন স্বামী!

স্ত্রীর মাথা কে'টে হাতে নিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটছেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর হ'ত্যার পর তার কা'টা মাথা প্রকাশ্য রাস্তায় চলাফেরা করার সময় এক ব্যক্তিকে আ'টক করেছে পুলিশ। শনিবার ভারতের উত্তরপ্রদেশের জাহাঙ্গীরবাদ থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আ'টককৃত ওই ব্যক্তির নাম অখিলেশ রাওয়াত।

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাহাদুরপুর গ্রামে বাস করতেন অখিলেশ রাওয়াত ও তার স্ত্রী। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে ঝ'গ'ড়া হতো।

শনিবার তা চ'র'ম পর্যায়ে পৌঁছে যায়। এতে রাগের মাথায় হঠাৎ স্ত্রীকে হ'ত্যা করে অখিলেশ। পরে তার মাথা কে'টে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পুলিশ জানিয়েছে, দুই বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের এক কন্যা সন্তান ছিল। অ'সু'স্থতার কারণে তার মৃ'ত্যু হয়।

জেলার পুলিশ সুপার অরবিন্দ চতুর্বেদী বলেন, 'প্রাথমিকভাবে জানা গেছে যে, পারিবারিক ক'লহের জেরে স্ত্রীকে খু'ন করেছে ওই ব্যক্তি।' ওই ব্যক্তির বি'রু'দ্ধে মামলা করা হয়েছে। ঘটনার ত'দ'ন্তও চলছে বলে জানিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে