রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:১৯:৩৯

আরব বিশ্ব এভাবে নীরব থাকলে শয়তান পবিত্র কাবা ঘরেও পৌঁছে যাবে: এরদোয়ান

আরব বিশ্ব এভাবে নীরব থাকলে শয়তান পবিত্র কাবা ঘরেও পৌঁছে যাবে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিষয়ে নীরব থাকায় আরব বিশ্ব এবং মুসলিম নেতাদের তী'ব্র স'মালো'চনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে ট্রাম্পঘোষিত শতাব্দি সেরা চুক্তি তথা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে তুরস্কের কঠোর অবস্থানের কথা ঘোষণা দিয়েছেন তিনি। 

তিনি বলেন, 'এভাবে আরব বিশ্ব নীরব থাকলে শয়তান পবিত্র কাবা ঘরেও পৌঁছে যাবে।' এর আগে গত মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিন সং'ঘা'তের অব'সানের লক্ষ্যে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। এ সময় হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছাড়াও আরব বিশ্বের তিনটি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

এদিকে তুরস্কের ক্ষ'মতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির প্রাদেশিক নেতাদের এক বৈঠকে এরদোয়ান বলেন, ''ফিলিস্তিনি ভূখণ্ড দ'খলের লক্ষ্যে ট্রাম্পের ওই চুক্তি আমরা কখনই স্বীকৃতি দেব না কিংবা মেনে নেবো না। জেরুজালেম এবং ফিলিস্তিনিদের ভাগ্য পুরোপুরি ইসরায়েলের র'ক্তা'ক্ত ন'খদ'র্পনে ছেড়ে দেয়া হলে তা মানবতার স'র্বনি'কৃ'ষ্ট কাজ হবে। ইহুদিদের সঙ্গে কোনও ধরনের সম'স্যা না থাকলেও ইসরায়েলের অত্যা'চারী নীতির বি'রু'দ্ধে তুরস্ক। কারণ ইসরায়েলের লক্ষ্যই ফিলিস্তিনিদের অধিকার ছিনিয়ে নেয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে