রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৪৮:৪৩

অলৌকিক তেল পড়া আনতে গিয়ে পদদলিত হয়ে ২০ জনের মৃত্যু

অলৌকিক তেল পড়া আনতে গিয়ে পদদলিত হয়ে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : অলৌ'কিক তেল পড়া আনতে গিয়ে একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে পাঁচ শিশুসহ কমপক্ষে ২০ জন নিহ'ত হয়েছেন। এ ঘটনায় আহ'ত হয়েছেন আরো ১৬ জন। শনিবার সন্ধ্যায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলীয় মোশি জেলার মোশি শহরে ঘটনাটি ঘটে।

আলজাজিরা বলছে, শনিবার দেশটির জনপ্রিয় ধর্মপ্রচারক বোনিফেইস ওয়ামপোসার নেতৃত্বে মোশি শহরের একটি গির্জায় প্রার্থনা অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। এ সময় ম'র্মা'ন্তিক এই পদদলনের ঘটনা ঘটে। তারা অলৌকিক তেল পড়া স্পর্শ করতে গেলে এ হ'তাহ'তের ঘটনা ঘটে।

ওয়ামপোসা নিজেকে 'ঈশ্বরের দূত' হিসেবে দাবি করে মাটিতে পবিত্র তেল ঢেলে দেন। তার গির্জার প্রার্থনা চলার সময় প্রার্থনাকারীদের তার বর্ণিত 'পবিত্র তেল' পেলে মানুষের উন্নতি ও রোগমুক্তি হবে বলে প্রতিশ্রু'তি দেন, এতে বহু লোক সেখানে জড়ো হলে হু'ড়োহু'ড়ি শুরু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে