রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ১০:১৫:৫৯

ইতিহাসের আস্তা'কুঁড়ে নিক্ষি'প্ত হবে ট্রাম্পের ইসলামবিদ্বে'ষী 'ডিল অব দ্যা সেঞ্চুরি': ইরান

ইতিহাসের আস্তা'কুঁড়ে নিক্ষি'প্ত হবে ট্রাম্পের ইসলামবিদ্বে'ষী 'ডিল অব দ্যা সেঞ্চুরি': ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ফিলিস্তিন সং'ক'ট নির'সনের দাবি করে ষ'ড়য'ন্ত্রমূলক 'ডিল অব দ্যা সেঞ্চুরি' পরিক'ল্পনা তুলে ধরেন। পর্যবেক্ষকদের মতে সুনি'র্দিষ্ট বেশ কিছু কারণে অতীতের মতোই ট্রাম্পের এবারের পরিকল্পনাও ব্য'র্থ হবে।

ইরানের ইসলামি বিপ্ল'বী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে ইসরাইল-মার্কিন ওই পরিকল্পনার তীব্র স'মালো'চনা করে বলেছে, এটি ব্য'র্থ হবে এবং ইতিহাসের আস্তা'কুঁড়ে নি'ক্ষি'প্ত হবে। বিবৃতিতে ফিলিস্তিনকে মুসলিম উ'ম্মার অবিচ্ছে'দ্য অংশ এবং বায়তুল মোকাদ্দাসকে মুসলিম উম্মাহর রেডলাইন হিসেবে অভিহিত করে মুসলমানদের মধ্যে ঐক্যের ওপর গু'রুত্বারো'প করা হয়েছে। 

একইসঙ্গে ইসলামবিদ্বে'ষী 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র প্রতি ঘৃ'ণা প্রকাশ এবং এ ব্যাপারে নীরব না থাকার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্পের ঘোষিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র আর্থ-রাজনৈতিক ও ঐতিহাসিক নানা দিক ও উদ্দেশ্য রয়েছে। অবশ্য ফিলিস্তিন জাতিকে বিশ্বাঙ্গন থেকে মুছে ফেলা ও তাদের অধিকার পুরোপুরি কেড়ে নেয়া এবং দখ'লদার ইসরাইলের অবস্থানকে শক্তিশালী করা ট্রাম্পের এ পরিক'ল্পনার প্রধান উদ্দেশ্য। 

গাজার রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী সালাহ আব্দুল আতি ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' পরিকল্পনার ব্যাপারে বলেছেন, পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে একীভূত করা এবং গাজা উপত্যকাকে আরো বেশি অব'রু'দ্ধ করে এ এলাকাকে অন্যান্য এলাকা থেকে বি'চ্ছিন্ন করা এবং ট্রাম্পের এ প্রস্তাব মেনে নিতে স্বশাসন কর্তৃপক্ষসহ অন্যান্য গ্রুপের ওপর প্র'ব'ল চা'প সৃষ্টি করা আমেরিকার উদ্দেশ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে