সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২০, ১২:২১:৩৭

মার্কিন নিষে'ধাজ্ঞা মোকাবেলায় ইরানিদের রোজা রাখার পরামর্শ

মার্কিন নিষে'ধাজ্ঞা মোকাবেলায় ইরানিদের রোজা রাখার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নিষে'ধা'জ্ঞা মো'কাবে'লায় ইরানিদের রোজা রাখা উচিত বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা। শনিবার তিনি বলেন, ইরানিদের উচিত প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনির শিক্ষা অনুসরণ করা।

মার্কিন নিষে'ধা'জ্ঞার জবাবে তাদের রোজা রাখা উচিত। দেশটির সাবেক প্রতির'ক্ষামন্ত্রী হোসাইন দাহকনির উদ্ধৃতি দিয়ে এমন খবর দিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়াহ। বছর পাঁচেক আগে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে একতরফাভাবে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর দেশটির বি'রু'দ্ধে সর্বোচ্চ চা'প প্রয়োগের কৌশল হিসেবে একের পর এক নিষে'ধা'জ্ঞা আরো'প করে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ''তিনি নতুন একটি চুক্তি চাচ্ছেন, যাতে মধ্যপ্রাচ্যে ইরানের তৎপরতা, পরমাণু ইস্যু ও দূরপাল্লার ক্ষে'পণা'স্ত্র কর্মসূচিও থাকবে।'' মার্কিন নিষে'ধা'জ্ঞার মো'কাবে'লায় নাগরিকদের খাবার কমিয়ে দেয়ার কথা এবারই প্রথম বলেনি ইরানি কর্তৃপক্ষ। ইরানের জ্বা'লা'নিমন্ত্রী গত বছর নাগকিরদের খাবারের অভ্যা'সের স'মালো'চনা করেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে