সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৪০:৫৬

আসামে নদীতে দাউদাউ করে জ্বলছে আ'গুন, আ'তঙ্কে কাঁপছে স্থানীয়রা

আসামে নদীতে দাউদাউ করে জ্বলছে আ'গুন, আ'তঙ্কে কাঁপছে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক : দাউদাউ আ'গুনে জ্ব'লছে ভারতের আসাম। ডিব্রুগড়ের বুড়িদিহি নদীতে জ্ব'লছে আ'গুন। আ'ত'ঙ্কে কাঁ'পছে স্থানীয় বাসিন্দারা। আ'গুন নেভাতে গিয়ে হিম'শিম অবস্থা আসাম সরকারের। সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে একাধিক কেন্দ্রীয় সংস্থাও। কিন্তু এখনও পর্যন্ত আ'গুন নিয়ন্ত্রণে আসেনি। নদীর তী'ব্র হাওয়ায় আ'গুনের তী'ব্রতা আরও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ঘটনাটি ঘটেছে আসামের ডিব্রুগড়ের নাহারকাটিয়ার সাসোনি গ্রামে ঘটনাটি ঘটেছে। তেলের পাইপলাইন বি'স্ফো'রণের জেরে ছড়িয়ে পড়ে আ'গুন। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, অয়েল ইন্ডিয়া লিমিটেডের ডুলিয়াজান প্ল্যান্ট থেকে তেলের একটি পাইপ নদীর তলা দিয়ে গিয়েছে। সেই পাইপলাইনটি ফেটে গিয়েই নদীতে আ'গুন ছড়িয়ে পড়েছে। আ'গুনের তী'ব্রতার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। 

ভিডিওটিতে দেখা গিয়েছে, জলের উপরে জ্ব'লছে আ'গুন। গোটা আকাশ ঢেকে গিয়েছে ঘন কালো ধোঁয়ায়। তিন দিন আগেই নদীতে আ'গুন নজরে এসেছিল। কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। নদীর নীচ দিয়ে যাওয়া তেলের পাইপলাইন লিক করেই এই দু'র্ঘট'নাটি ঘটেছে। অয়েল ইন্ডিয়া-র ডুলিয়াজান প্ল্যান্ট থেকে সরবারহ করা অপ'রিশো'ধিত তেল কোনওভাবে নদীর সঙ্গে যুক্ত একটি জলের পাইপে ঢুকে যাওয়ার জেরেই নদীর জলে তেল ছড়িয়ে পড়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে