কেঁদে ফেলা মেয়েটির মেয়াদ বাড়ল
আন্তর্জাতিক ডেস্ক : নিশ্চয় ছবিটির কথা মনে আছে? না থাকলেও জানতে পারবেন। খুব বেশি দিন আগের তো কথা নয়৷ গত জুলাই মাসের ১৫ তারিখের এমন একটা দৃশ্য। শরণার্থী এক মেয়ে কাঁদছে, আর তাঁকে সান্ত্বনা দিচ্ছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷
১৪ বছর বয়সী রিম সাহউইল একজন ফিলিস্তিনি শরণার্থী৷ গত চার বছর ধরে সে তার বাবা, মা ও ভাইয়ের সঙ্গে জার্মানির রস্টক শহরে থাকছে৷ তার আগে সে ও তার পরিবার লেবাননের একটি শরণার্থী শিবিরে ছিল৷
উদ্ভূত পরিস্থিতিতে সাহউইলের পরিবারকে জার্মানি ছেড়ে চলে যেতে হতে পারে বলে টেলিভিশনে প্রচারিত এক আলোচনা অনুষ্ঠানে ম্যার্কেলকে জানিয়েছিল সে৷ পরিষ্কার জার্মান ভাষায় সে জার্মান চ্যান্সেলরকে বলেছিল, আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই৷ এটা আমার ইচ্ছা৷
উত্তরে ম্যার্কেল তাকে বলেন, জার্মানি সবাইকে নিতে সমর্থ নয়৷ এ কথা শুনে সাহউইল কান্নায় ভেঙে পড়ে৷ তখন তাকে সান্ত্বনা দিতে এগিয়ে যান ম্যার্কেল৷
শেষ খবর হচ্ছে, সাহউইল ও তার পরিবারের জার্মানিতে থাকার মেয়াদ ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে৷ জনপ্রিয় পত্রিকা ‘বিল্ড' দিয়েছে এ খবর৷
সফলভাবে জার্মান সমাজের সঙ্গে একীভূত হতে পারার কারণে সাহউইলের পরিবারের থাকার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে অভিবাসন কার্যালয়৷
মেয়েটির বাবা বর্তমানে অন্য শরণার্থীদের সহায়তাকারী হিসেবে কাজ করছেন৷
২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�