সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:২০:৫৭

কিভাবে বেঁচে ফিরলেন করোনা আ'ক্রা'ন্ত এই ব্যক্তি? জানালেন নিজেই

কিভাবে বেঁচে ফিরলেন করোনা আ'ক্রা'ন্ত এই ব্যক্তি? জানালেন নিজেই

আন্তর্জাতিক ডেস্ক : চীনে মহা'মারী রূপ নিয়েছে করোনো ভাই'রাস। উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে এ পর্যন্ত ৩৬০ জনের মৃ'ত্যু হয়েছে। এই ভ'য়াব'হতার মাঝেও চীনের এক ব্যক্তি এই ভাই'রাসে সং'ক্র'মিত হওয়ার পর সফলভাবে তা থেকে রোগমুক্ত হয়েছেন। 

ইতিবাচকতা এবং আশা ছড়িয়ে দেওয়ার জন্য অনলাইনে তিনি তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। করোনা ভাই'রাস সং'ক্র'মণের বিভিন্ন পর্যায় বর্ণনা করেছেন তিনি। ৩৭ বছর বয়সী লি ঝেনডং নামের এই ব্যক্তি চীনের হুবেই প্রদেশের জিংজহু শহরে করোনা ভাই'রাস সনা'ক্ত হওয়া প্রথম ব্যক্তি। 

তিনি সোশ্যাল মিডিয়ায় তার সে সময়ের লড়াইয়ের সম্পর্কে বর্ণনা করেছেন। লি তার রোগমুক্তির কাহিনী সিক্সসথ টোন নামের ভিডিওতে প্রদর্শন করেছেন। লি জানিয়েছেন, তাকে ১৬ দিন ধরে চিকিৎসা নিতে হয়েছে। সং'ক্র'মণের বিভিন্ন ধাপ সম্পর্কে তুলে ধরেছেন তিনি।  

প্রথম পর্যায় : লি জানান যে, প্রথম পর্যায়ে ডাক্তাররা তাকে রক্ত ​​এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষা করানোর পাশাপাশি চেস্টের (বক্ষ) রেডিওগ্রাফিও করিয়েছিলেন। তিনি বলেন, ভাই'রাসের বি'রু'দ্ধে ল'ড়াই করার জন্য আ'ক্রা'ন্ত ব্যক্তির যথাযথ পুষ্টির মাত্রা বজায় রাখা জরুরি। তিনি বলেন, আপনাকে অবশ্যই খাবার গ্রহণে নিজেকে বাধ্য করতে হবে। কারণ খাওয়া ব'ন্ধ করলে আপনি আপনার প্রতিরো'ধ ও রো'গ প্রতিরো'ধ ক্ষমতা হারাতে পারেন। 

দ্বিতীয় পর্যায় : দ্বিতীয় পর্যায়টি তার জন্য তিন থেকে চার দিন স্থায়ী হয়েছিল। এই পর্যায়ের বিষয়ে লি জানান, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জ্ব'র হয়েছি তার। তৃতীয় পর্যায় : তিনি বলেন, তৃতীয় পর্যায়টি হলো পুনরু'দ্ধারের (রিকোভারির) পর্যায়।  লি জানান, তিনি এই সময়কালে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ গ্রহণ করেছিলেন। ডাক্তারের পরামর্শ অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

চতুর্থ পর্যায় : রোগমুক্তির (পুনরু'দ্ধার) প্র'ক্রিয়ার চূড়ান্ত পর্যায়ের বিষয়ে লি জানান, এই পর্যায়ে তাকে কয়েকদিন হাসপাতালে পর্যবে'ক্ষণে রাখা হয়েছিল। তিনি জানান, এ সময় তাকে নিউ'ক্লিক এসিড পরীক্ষাও করতে হয়েছিল। এই পরীক্ষার নেতি'বাচক (নেগেটিভ) ফলাফল আসে। এর অর্থ হলো-'আপনি ঘরে যেতে পারেন'। লি বলেন, আপনাকে অবশ্যই আশাবাদী হতে হবে। সূত্র : মাদারসিপ ডট এসজি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে