আন্তর্জাতিক ডেস্ক : জ'ঙ্গি গো'ষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দেওয়া ২৮ দেশের পাঁচ হাজার নাগরিককে ব'ন্দি করে রাখা হয়েছে। ইরাকে আ'টক আইএস জ'ঙ্গিদের বি'চার বাগদাদ আদালতে শুরু হয়েছে। ধরাণা করা হয়েছে, আদালতে মৃ'ত্যুদ'ণ্ড দিলে সেখানেই কার্যকর করা হতে পারে তাদের দ'ণ্ড।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইরাকে চূড়ান্ত যু'দ্ধ শেষে আইএসের বহু জ'ঙ্গি আ'ত্মস'মর্পণ করে। পরে তাদের মধ্যে পাঁচ হাজার জনকে বাগদাদের একটি কারাগারে আ'টকে রাখা হয়। এই কারাগারে শত শত বিপ'জ্জ'নক আইএস জ'ঙ্গিকে আ'টকে রাখা হয়েছে। তাদের অনেকের শরীরে লেগে আছে গু'লি, নেই হাত বা পা।
কারাগারটির রয়েছে কয়েকটি ছোট ছোট সেল। আর প্রতিটি সেলে একশ জন করে জ'ঙ্গিকে ব'ন্দি করে রাখা হয়েছে। তাদের পরানো হয়েছে কমলা রঙের পোশাক। সিসিটিভি দিয়ে দিনের ২৪ ঘণ্টাই তাদেরকে ন'জ'রদারিতে রাখা হয়। সেলগুলোতে উপচে পড়া মানুষের কারণে ছড়াচ্ছে নানা রকমের রোগ। গার্ডরা জানান, বন্দি অনেকেরই জ'রু'রি চিকিৎসাসেবা প্রয়োজন।
ওই কারাগারের ব'ন্দিদের মধ্যে সারা বিশ্বের ২৮ দেশের নাগরিক রয়েছে। সিরিয়া, ইরাক, জার্মানি, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকও রয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, তারা এখানে বিশ্বের সবচেয়ে বি'প'জ্জ'নক আইএস ব'ন্দিদের আ'টকে রেখেছে। এদিকে, বাগদাদে শুরু হয়েছে তাদের বিচার। যেকোনো সময় তাদের মৃ'ত্যুদ'ণ্ড দিয়ে ঝুলিয়ে দেওয়া হতে পারে ফাঁ'সিতে।