মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:০৯:৩৮

ক্ষু'ব্ধ এরদোগান; সিরিয়ায় মুখো'মুখি তুরস্ক-রাশিয়া, উত্তে'জনা চর'মে!

ক্ষু'ব্ধ এরদোগান; সিরিয়ায় মুখো'মুখি তুরস্ক-রাশিয়া, উত্তে'জনা চর'মে!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সরকারি বাহিনীর হা'ম'লায় ছয় তুর্কি সেনা নিহ'ত হওয়ার ঘটনায় ক্ষু'ব্ধ প্রতি'ক্রিয়া ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। সিরিয়ায় মোতায়েন তার দেশের বাহিনীর ওপর যেকোনো হা'মলার ক'ঠো'র জবাব দেয়া হবে বলে হু'শি'য়ার করেছেন তিনি।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, সোমবার এরদোগান সিরিয়ার ইদলিব প্রদেশে তুর্কি সেনাবাহিনীর সঙ্গে দ্ব'ন্দ্ব এড়াতে রাশিয়ার কর্তৃপক্ষকে সত'র্ক করেছেন। পাশাপাশি রাশিয়াকে নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

একই দিনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মস্কোর এক বিবৃতি প্রত্যা'খ্যান করেছে। যেটিতে রাশিয়ার পক্ষ থেকে সিরিয়ার আইন আল-আরব প্রদেশে তুর্কি-রুশ যৌথ টহল নির্ধারণের ঘোষণা দেয়া হয়েছিল, কিন্তু তুর্কি কর্মকর্তারা তা প্রত্যা'খ্যান করেন।

স্থানীয় সময় সোমবার সকালে সিরিয়ার বিদ্রো'হী অধ্যু'ষিত যু'দ্ধবি'ধ্ব'স্ত ইদ'লিব অঞ্চলে অবস্থান নেয়া তুরস্কের সেনাবাহিনীর হা'ম'লা চালায় সিরিয়ার সরকারি বাহিনী। এতে তাৎক্ষণিক চার তুর্কি সেনা নিহ'ত হন। আহ'ত ৯ জনের মধ্যে একজনের অবস্থা আ'শ'ঙ্কাজনক। ওই হা'মলার জবাবে তুরস্কের হা'মলায় ছয় সিরীয় সেনার মৃ'ত্যু হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তুরস্ক ইদলিবে তার সেনা অভিযান সম্পর্কে মস্কোকে তথ্য না জানানোর কারণে তুর্কি সেনাদের ওপর হা'মলা হয়েছে। হা'মলার পরপরই তুরস্ক ওই এলাকাটিতে সিরিয়ার সেনাবাহিনীর বি'রু'দ্ধে ব্যবহার করার জন্য এফ-১৬ জ'ঙ্গিবিমান মোতায়েন করেছে। এর ফলে ওই অঞ্চলে উত্তে'জনা চ'রমে পৌঁছেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে