বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২০, ০১:২৬:৪২

করোনা ভাই'রাসের ভ'য় দে'খিয়ে ধর্ষ'ণ হওয়া থেকে বাঁ'চলেন নারী!

করোনা ভাই'রাসের ভ'য় দে'খিয়ে ধর্ষ'ণ হওয়া থেকে বাঁ'চলেন নারী!

আন্তর্জাতিক ডেস্ক : চীনের ভ'য়াব'হ করোনা ভাই'রাস আ'ত'ঙ্কে ভু'গছে পু'রো বিশ্ব। প্রা'ণঘা'তী এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে ইতোমধ্যে ৪২৭ জনের মৃ'ত্যু হয়েছে। এছাড়াও এ ভাই'রাসের আ'ক্রা'ন্তের সংখ্যা ২০ হাজার ছা'ড়িয়েছে গেছে। জানা গেছে, গত সোমবার করোনা ভাই'রাস একদিনেই মা'রা গেছেন ৬৪ জন।

সে হিসাবে প্রতি ২৩ মিনিটে একজন করে মানুষের মৃ'ত্যু হয়েছে। এমন পরি'স্থি'তিতে চীনের এক নারী ধ'র্ষ'ণের হা'ত থেকে নিজেকে র'ক্ষা করেছেন ধ'র্ষ'ককে করোনা ভাই'রাসের ভ'য় দে'খিয়ে। গত শুক্রবার করোনার উৎ'পত্তি'স্থ'ল উহানের নিকটবর্তী জিং'শান শহরের কাছে এই ঘট'না ঘ'টে। চীনা ওই নারীর নাম ইয়ি। যে যুবক তাকে ধ'র্ষ'ণে করতে চে'য়েছিল তার নাম জিয়াও।

পুলিশ সূ'ত্রে জানা যায়, রাতে জানাল ভে'ঙে জিয়াও নামের এক যুবক ইয়ি'র ঘরে ঢু'কে পড়ে। ইয়ি যখন বু'ঝতে পারেন যে জিয়াও তাকে ধ'র্ষ'ণ করতে পারে, তখন তিনি তার সামনে কাশি দিতে শুরু করেন। ইয়ি চিৎ'কার করে আরও বলেন যে, তিনি করোনা ভাই'রা'সে আ'ক্রা'ন্ত, তার বাড়ি উহানে এবং ভাই'রাসে আ'ক্রা'ন্ত হওয়ার কারণে তিনি পরিবার থেকে বি'চ্ছি'ন্ন হয়ে এ'কা থাকছেন। এরপর জিয়াও ভ'য় পেয়ে তার কাছে আর আসেনি, তবে বাসা থেকে পা'লি'য়ে যাওয়ার আগে ইয়ির কিছু টাকা নিয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে