আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব হিন্দু পরিষদের বি'রু'দ্ধে জো'রপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, গণবিবাহের নামে আদিবাসীদের জো'রপূর্বক ধর্মান্তরিত করছে বিশ্ব হিন্দু পরিষদ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আমি এর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ মালদহ জেলায় গণবিবাহের আয়োজন করেছিল। সূত্রের খবর, মালদহে তারা দরিদ্র মহিলাদের গণবিবাহের প্রস্তাব নিয়ে আদিবাসীদের কাছে গিয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদ এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জীকে দায়ী করেছে। তাদের অভিযোগ, গণ বিবাহের অনুষ্ঠান বানচাল করার পরিকল্পনা করেছে রাজ্যের সরকার।
ভিএইচপির সহ সম্পাদক আচ্চুতানন্দ কর বলেন, শতাধিক পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও গণবিবাহের অনুষ্ঠানে হা'মলা করা হয়েছিল। তির-ধনুক এবং ধা'রা'লো অস্ত্র নিয়ে হা'মলা করা হয়েছিল। রাজ্য সরকারের পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার ঝাড়খন্ড দিশাম পার্টির কয়েকজন স'শ'স্ত্র সমর্থক গণবিবাহ সভায় প্রবেশ করে হা'ম'লা চালায়। ১৩০ জোড়া বর-কনে পালিয়ে যায়। নারী ও শিশুসহ প্রায় ৪৫ জন আহ'ত হয় এই ঘটনায়। আরও উল্লেখ্য, যে ব্যক্তিরা তাদের সাথে ধনুক এবং তীর, লাঠি, রড এবং অন্যান্য ধা'রা'লো অ'স্ত্র নিয়ে এসেছিল তারা বিবাহের মণ্ডপ ল'ন্ডভ'ন্ড করে দেয়।