বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২০, ১০:২০:১৮

গাড়ির নিচে পড়ে অভিনব কায়দায় বেঁচে ফিরলেন মার্কিন নারী

গাড়ির নিচে পড়ে অভিনব কায়দায় বেঁচে ফিরলেন মার্কিন নারী

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় গাড়ির টায়ার পরিবর্তন করতে গিয়ে নি'র্জন স্থানে বি'পাকে পড়েন এক নারী। কিন্তু অভিনব কায়দায় জীবন ফিরে পেয়েছেন তিনি। ওই নারী নর্থ ক্যারোলিনার শার্লোটের বাসিন্দা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ৫৪ বছর বয়সী ওই নারী রবিবার সন্ধ্যায় গাড়ি চালাচ্ছিলেন নর্থ ক্যারোলিনায়। হঠাৎ করেই তার গাড়ির টায়ার ন'ষ্ট হয়ে যায়। তারপর ওই নারী গাড়ি থামিয়ে টায়ার মেরামত করার চেষ্টা করেন। 

নর্থ ক্যারোলিনার কাউন্টি ফায়ার রেসকিউর দেওয়া তথ্য মতে, তিনি ন'ষ্ট টায়রটি খুলে ফেলেন। পরে নতুন আরেকটি ভালো টায়ার লাগানোর চেষ্টা করতে থাকেন। এমন সময় তিনি বি'পাকে পড়ে যান। হঠাৎ করেই গাড়ির নিচে তার দু'হাত আ'টকে পড়ে যায়। ফলে ফাঁ'কা রাস্তায় আটকে যান তিনি। কিন্তু ৩৫ মিনিট পরে একটি জুতা খুলে ফেলেন। এমন অবস্থায় নিজের ফোনটিকে নিজের আয়ত্বে আনতে সক্ষম হন।

কাউন্টি ফায়ার রেসকিউর এক কর্মকর্তা জানান, কয়েকবার চে'ষ্টা করার পর নর্থ ক্যারোলিনা সরকারের জ'রু'রি নম্বর ৯১১-এ ফোন করতে স'ক্ষ'ম হন তিনি। তবে হাত দিয়ে কোনো কাজই করতে পারেননি। সব কাজ করেছেন পা দিয়ে। পায়ের আঙ্গুল ব্যবহার করে তিনি ওই নম্বরে ফোন করেন।

উদ্ধা'রকর্মী বিভাগ জানায়, ফোন পেয়ে ওই নারীকে দ্রু'ত উ'দ্ধার করা হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারী দুই হাতে ও আঙ্গুলগুলোতে গু'রু'তর আ'ঘা'ত পেয়েছেন। সূত্র: সিএনএন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে