আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেছেন, ভারত অধ্যুষিত জম্মু কাশ্মীরে ভারতের আ'গ্রা'সন কখনই ভারতের অভ্য'ন্তরীণ বিষয় ছিল না। এটি জম্মু কাশ্মীরের জনগণকে তাদের স্ব-সিদ্ধান্তের অধিকারের প্রতিশ্রুতি দেয়া প্রস্তাবিত জাতিসং'ঘের নিরা'পত্তা কাউন্সিলের এজেন্ডা সম্পর্কিত একটি আন্তর্জাতিক বিরো'ধ এবং পাকিস্তান ও এটির সঙ্গে সম্পর্কিত।
আজ বুধবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনে কাশ্মীরের সংহতি দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই উপলক্ষে হাইকমিশনার কাশ্মীর বিবা'দের বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মাঝে শিল্ড বিতরণ করেন।
গত ছয় মাস ধরে বন্দী কাশ্মীরীদের দু'র্দ'শার চিত্র তুলে ধরে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বিধি ব'র্হি'ভূতভাবে বন্দী রাখা, নির্যাতন, সাজানো এনকাউন্টার এবং কাশ্মীরী যুবকদের গুম করার পাশাপাশি নারীদের ধ'র্ষ'ণসহ নিরীহ বেসামরিক নাগরিকদের প্রতি ভারতীয়দের ব'র্ব'রতা ভারতীয় অধি'কৃত জম্মু ও কাশ্মীরের মানুষদের চেতনা চূ'র্ণ করতে পারেনি।
তিনি বলেন, ভারতই কাশ্মীর ইস্যুকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কাছে নিয়ে গিয়েছিল যা স্পষ্টভাবে প্রত্যা'ক্ষিত হয়েছিল এবং জম্মু কাশ্মীরে গণভোটের আহ্বান জানিয়েছিল। নিরাপত্তা কাউন্সিল অধিকৃত অঞ্চলগুলোতে প্রহ'সনের নির্বাচনসহ ভারতীয় অন্য কূটকৌশলকে অ'বৈ'ধ বলে উল্লেখ করে তা প্রত্যা'খ্যান করেছিল, এটাও বলেছিল যে কাশ্মীরের জনগণের ইচ্ছা অনুসারে এই বিরো'ধ নি'ষ্প'ত্তি করা দরকার। জম্মু-কাশ্মীর তাদের অভ্য'ন্তরীণ বিষয় বলে ভারতের যে দাবি তা অবৈ'ধ ও অকা'র্যকর।