বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৪৫:৩০

বোরখা পরে শাহীনবাগে হিন্দু নারী, গতিবিধি সন্দে'হজনক ঠে'কায় ধ'রলেন বিক্ষো'ভকারীরা!

বোরখা পরে শাহীনবাগে হিন্দু নারী, গতিবিধি সন্দে'হজনক ঠে'কায় ধ'রলেন বিক্ষো'ভকারীরা!

আন্তর্জাতিক ডেস্ক : সারা দেশের এখন সবচেয়ে বেশি চর্চিত জায়গার নাম শাহীন বাগ। সম্প্রতি শাহীনবাগে গু'লি চলায় আরও বেশি করে শো'রগো'ল শুরু হয়েছে মহিলা ও শিশুদের সিএএ বিরো'ধী এই অবস্থান বিক্ষো'ভকে ঘিরে। এরই মধ্যে বুধবারের একটি ঘটনায় নতুন করে চা'ঞ্চ'ল্য ছ'ড়াল রাজধানীতে। প্রতিবা'দ স্থলে মঞ্চে হ'ঠাতই এসে পড়েন বোরখা পরিহিতা এক মহিলা।

তার গ'তিবি'ধি সন্দে'হজনক ঠে'কায় তাকে ঘি'রে ধ'রেন বাকি বিক্ষো'ভকারীরা। পরিস্থি'তি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে পুলিশ ওই মহিলাকে ঘটনাস্থল থেকে স'রিয়ে আনে। জানা গিয়েছে ওই মহিলার নাম গুঞ্জা কাপুর। এরপরই বেরিয়ে আসে তার পরিচয়। গেরুয়া শি'বিরের হয়ে সোশ্যাল মিডিয়া ও পত্রপত্রিকায় রী'তিমতো লেখালেখি করেন তিনি। নিজের একটি ইউটিউব চ্যানেলও আছে তার। 

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, তাকে ট্যুইটারে ফলো করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। এদিন শাহীন বাগে এসেই উপস্থিত মহিলাদের উদ্দেশে নানা প্রশ্ন করতে শুরু করেন গুঞ্জা। কেন এই প্রতি'বাদ, কে এই প্রতি'বাদ করতে বলেছেন, এই জাতীয় নানা প্রশ্ন ধে'য়ে আসতে থাকে মহিলাদের উদ্দেশে।

সন্দে'হ হওয়ার মহিলারাই গু'ঞ্জাকে তল্লা'শি করেন। আর তখনই তার থেকে ক্যামেরা উ'দ্ধার হয়। একজন হিন্দু মহিলা হিসেবে কেন তিনি বোরখা পরে এসেছেন, তার কোনও সদুত্তর দিতে পারেননি ওই মহিলা। এমনকী ক্যামেরা দিয়েও তিনি কোন ভিডিও তৈরি করতে চেয়েছিলেন, তারই কোন উত্তর দেননি তিনি। পুলিশ এসে কোনওরকমে ওই মহিলাকে বাইরে বে'র করে নিয়ে আসে।

ওই মহিলাকে যখন বাইরে বে'র করে আনা হচ্ছে, তখন তাকে সাংবাদিকরাও প্রশ্ন ছু'ড়ে দেন। কিন্তু তিনি শুধু বলেন, 'সংবাদমাধ্যমের জন্য এটা সেরা মুহূর্ত না।' যদিও শাহীন বাগের বিক্ষো'ভকারীদের দাবি, বিজেপির ম'দতেই ওই মহিলা বোরখা পরে এসে শাহীন বাগে উত্তে'জনা ছ'ড়ানোর ষ'ড়য'ন্ত্র করেছিলেন। যদিও পুলিশের তরফে এখনও এই বিষয়ে কোনও প্র'তিক্রি'য়া মেলেনি। সূত্র : ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে