আন্তর্জাতিক ডেস্ক: নদীতে ঝাঁ'পি'য়ে পড়ে কাগ'জকু'ড়ুনি ও তার ভাইঝিকে র'ক্ষা করলেন এক পুলিশকর্মী। ইউ'নিফ'র্ম পরেই ভারতের গুজরাতের তা'পি নদীতে ঝাঁ'প দিয়ে ৩০ বছরের মহিলা ও তার ১০ বছরের ভাইঝির প্রা'ণ বাঁ'চান ওই কনস্টেবল। নদীর ধা'রে সেতুর থেকে প্লা'স্টিক ব'র্জ্য কু'ড়ো'ন ওই মহিলা ও তার ভাইঝি।
ঘট'নাটি ঘ'টেছে গুজরাতের সু'রা'টে। রীতা রাঠোর ও তার ভাইঝি জয়শ্রীকে বাঁ'চা'নোর জন্য কনস্টেবল আরআর রাবারির অ'কু'ণ্ঠ প্রশং'সা করেছেন কমিশনার আরবি ব্র'হ্ম'ট। কনস্টেবলকে ১ হাজার টাকা নগদ পুর'স্কারও দেওয়া হয়েছে। তাকে যাতে কেন্দ্রীয় সরকারের জী'ব'ন র'ক্ষা প'দ'কও দেওয়া হয়, সেই প্র'স্তা'ব করেছেন কমিশনার।
না'ইট শি'ফটের ডি'উটি করে সি'নগা'নপুরের বাড়িতে ফে'রার সময় সকাল ৯টা নাগাদ তা'পি নদীর ধা'রে একটি জ'ট'লা দেখতে পান ওই পুলিশকর্মী। সেতু দিয়ে নদী পে'রো'তে গিয়েও থে'মে যান তিনি। তিনি জানান, 'দেখতে পেলাম, ছোট মেয়েটি বা'রবা'র জল থেকে মুখ বে'র করছে কিন্তু মহিলাটি ক্র'ম'শই ডু'বে যা'চ্ছেন। বুঝলাম অনেকটা জল ওদের পে'টে চ'লে গিয়েছে। ওরা ডু'বে যাচ্ছে। আর উ'দ্ধা'রকারী দলের আ'সার জন্য অপে'ক্ষা করিনি। সো'জা ঝাঁ'প দি'লাম নদীতে।'
তা'ড়াহু'ড়োয় নিজের টাকার ব্যা'গটিও না'মা'নোর কথা মনে হয়নি রা'বারির। দুই জনকে উ'দ্ধা'রের পর তিনি জানান, 'মহিলাটি অনেকটা জল খে'য়ে ফে'লে'ছিলেন। তাই তার পেটে ও বু'কে চা'প দিয়ে জল বে'র করি। এখন তিনি সু'র'ক্ষি'ত। মেয়েটি ঠিকই ছিল।' জয়শ্রী পড়ে গিয়ে রীতার কাপড় ধ'রে ও'ঠার চে'ষ্টা ক'রলে তিনিও পড়ে যান। তখনই ত্রা'তা'র ভূ'মি'কায় সেখানে অ'বতী'র্ণ হন রা'বারি। গত ৬ বছর ধ'রে তিনি পুলিশে কাজ করছেন।