আন্তর্জাতিক ডেস্ক : শুরুটা হয়েছিল ৪১ সংখ্যা দিয়ে। মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটি সংখ্যা। আর এখন মৃ'ত্যুর সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৩৫। এরপরও বলা যাচ্ছে না শেষ সংখ্যাটা কোথায় গিয়ে থামবে! কারণ মঙ্গলবার করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে মৃ'ত্যু হয়েছে ৪৩৫ জনের। আ'ক্রা'ন্ত ১৭ হাজারের বেশি মানুষ। এই অবস্থায় আ'ত'ঙ্কে চীনের জন্য দরজা ব'ন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ।
উড়ান ব'ন্ধ করেছে একাধিক সংস্থাও। এদিকে ভাই'রাস মোকা'বিলায় মার্কিন তৎপরতায় অস'ন্তোষ প্রকাশ করেছে চীন। বেজিংয়ের ই'ঙ্গিত, আমেরিকার এই সত'র্কতাকে অতিস'ক্রি'য়তা হিসেবেই দেখছে তারা। যদিও যে উহান থেকে এই ভাই'রাস ছড়িয়েছে সেখানের এখনও পর্যন্ত কোনও উন্নতি হয়নি। একটা করে রাত কা'টছে আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃ'তের সংখ্যা।
অন্যদিকে দিল্লিতে ছড়া'চ্ছে করোনা আ'ত'ঙ্ক। ভারতের দক্ষিণের রাজ্য কেরালা তিন জনের দেহে করোনা ভাই'রাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে করোনা ভাই'রাস সং'ক্র'মণকে রাজ্য বিপ'র্যয় হিসেবে ঘোষণা করল পিনারাই বিজয়ন সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন এই পদক্ষেপ করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এই কথা জানিয়েছেন।