বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২০, ০২:০৪:০৩

বিজেপির এই পদক্ষে'পের জন্য ভারত থেকে বি'চ্ছি'ন্ন হবে কাশ্মীর: ইমরান খান

বিজেপির এই পদক্ষে'পের জন্য ভারত থেকে বি'চ্ছি'ন্ন হবে কাশ্মীর: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে দাঁড়িয়ে আবারও নরেন্দ্র মোদিকে নিশা'না করলেন ইমরান খান। বুধবার পাকিস্তান অধি'কৃত কাশ্মীরের এসে'ম্বলিতে দাঁড়িয়ে মোদির নি'ন্দা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি অ'ভিযো'গ করেন, পাকিস্তানের নি'ন্দা করেই ক্ষ'ম'তা দ'খল করেন নরেন্দ্র মোদি। 

তারপরই জম্মু ও কাশ্মীর থেকে তিনি ৩৭০ ধা'রা প্র'ত্যাহা'রের মতো সিদ্ধা'ন্ত নেন। ইমরান খান অভি'যোগ করেন যে পাকিস্তানের নাম করে প্রচার করেই ক্ষ'মতায় এসেছে বিজেপি। পাশাপাশি কয়েকদিন আগে নরেন্দ্র মোদি দাবি করেন ভারত চাইলে ৭-১০ দিনে পাকিস্তানকে হা'রাতে পারে। সেই ম'ন্তব্যেরও সমা'লো'চনা করেন ইমরান। তিনি পা'ল্টা দাবি করেন বিজেপির এই পদক্ষে'পের জেরেই কাশ্মীর ভারত থেকে বি'চ্ছি'ন্ন হয়ে যাবে।

এর কয়েকদিন আগেই কাশ্মীরকে অশা'ন্ত করে তু'লতে ফে'র উ'ঠে পড়ে লাগেন পাকিস্তানের সাংসদরা। এবার স'রাস'রি ভারতের বি'রু'দ্ধে জিহা'দ ঘো'ষণা করে সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বি'রু'দ্ধে যু'দ্ধ ঘোষণার আ'র্জি জানান তারা। এক নেতা আবার সেই দিনক্ষ'ণ ঠিক করে দিলেন প্রধানমন্ত্রীকে। সেই তারিখেই ভারতের বি'রু'দ্ধে যু'দ্ধ ঘোষণা করার জন্যে প্রধানমন্ত্রী ইমরানের কাছে আ'র্জি রাখেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে