আন্তর্জাতিক ডেস্ক: চীনসহ বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরা'সের প্র'কোপ ছ'ড়িয়ে পড়েছে। প্রা'ণঘা'তী করোনাভাইরা'সে একদিনেই আরও ৭০ জনের মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ড ও এর বাইরে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৪ জনে। বুধবার চীনে নতুন করে এই ভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়েছেন আরও দুই হাজার ৯৮৭ জন।
এখন পর্যন্ত চীনে প্রতিষেধকবিহীন এই ভাইরা'সে ২৭ হাজার ৩৭৮ জন আ'ক্রা'ন্ত হয়েছেন। চীনসহ সারাবিশ্বে এ সংখ্যা ২৭ হাজার ৬০২। বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরা'স ছড়িয়ে পড়েছে।
বুধবার মৃ'ত ৭০ জনের সবাই হুবেই প্রদেশের। এ নিয়ে প্রদেশটিতে মৃ'তের সংখ্যা দাঁড়াল ৫৪৯ জনে। হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেইতে ১৪ হাজার ৩১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৭৫৬ জনের অবস্থা গু'রু'তর।
করোনাভাইরা'সের প্রকোপ বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী আ'তঙ্ক ছ'ড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ১০ কোটি ডলার দানের ঘোষণা দিয়েছেন বিল ক্লিনটন দম্পতি। তাদের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরা'সের চিকিৎসায় এই অর্থ দান করা হবে।
করোনাভাইরা'স শনাক্ত, ভ্যাকসিনের কাজ এগিয়ে নেওয়া, আইসোলেশন এবং চিকিৎসার জন্য এই বিপুল অর্থ দানের ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস।
এই অর্থের মধ্যে দুই কোটি ডলার সরকারি প্রতিষ্ঠান এবং ওয়ার্ল্ড হেলথ অরগ্যানাইজেশন, সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন চীনা প্রতিষ্ঠানকে দেওয়া হবে।
অপরদিকে ৬ কোটি ডলার দেওয়া হবে ভ্যাকসিনের কাজ এগিয়ে নেওয়া এবং রোগ নির্ণয়ের কাজে। অপরদিকে বাকি দুই কোটি ডলার দান করা হবে সাব সাহারান আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে যারা বিভিন্ন রোগের প্র'কোপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।