আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরা'স: মুসলিমদের অযুর ন্যায় হাত,মুখ ও নাক ধোয়ার নির্দেশনা দিয়েছেন চীনা চিকিৎসকরা! করোনাভাইরা'স ইতিমধ্যে চীন থেকে উৎপত্তি হয়ে সারাবিশ্বে মা’রাত্মক আকার ধা'রন করেছে। চীনে করোনাভাইরাসে ইতিমধ্যে মা’রা গেছে ৫৬৩ এবং আ’ক্রা'ন্ত হয়েছেন ২০০২৮ জন। পুরো চীন যেন এক মৃ’ত্যু পুরিতে পরিণত হয়েছে।
করোনার লাগাম যেন টানায় যাচ্ছে না কোনভাবে। পুরোপুরি অবরু’দ্ধ রাখা হয়েছে করে দেওয়া হয়েছে চীনের উহান ও হুবেই শহর।
চীনা চিকিৎসকরাও দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এখনো পর্যন্ত কোন প্রতিশেধক তৈরি হয়নি। তবে দিনরাত গবেষনায় ব্যয় করছেন গবেষকরা ।
ইতিমধ্যে চীনা ডাক্তাররা এই ভাইরা'সের বিস্তার যেন না ঘটি সেদিক উল্লেখ করে হংকং বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্যের চেয়ারম্যান গ্যাব্রিয়েল লেইং তার দলের গবেষণার বিষয়ে একটি প্রেস ব্রিফিং দিয়েছেন, তারা চীনের নাগরিকদের জন্য নির্দেশনা দিয়েছেন তারা যেন প্রত্যেকদিন ৪/৫ বার মুখ, হাত ধৌত করে ও নাকি পানি দেয়। এছাড়া চীনে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।