আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বি’রোধি নাগরিকত্ব আইনের বিরোধী বি’ক্ষো’ভ যেন চরম আকার ধারন করেছে দিল্লির শাহীনবাগে। ভারতীয় পুলিশের নি’পীড়িন ও নি’র্যাতনের মুখেও দাবী থেকে সরে আসেনি শাহীনবাগের মুসলিমরা। এদিকে নাগরিকত্ব আইনের বিরোধী বি’ক্ষো’ভের মধ্যে নতুন বিতর্ক ছুড়ে দিল ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কট্টরপন্থী যোগী আদিত্যনাথ ।
বিবিসি হিন্দির সংবাদদাতা নিতিন শ্রীবাস্তবের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে আদিত্যনাথ বলেন, এ সম্প্রদায়ের পুরুষরা কাপুরুষ। তারা নিজেরা রাস্তায় না নেমে, ঘরের নারী শিশুদের রাস্তায় নামিয়েছেন।
তিনি বলেছেন, দেশভাগের পর মুসলিমরা ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশের কোনও উপকারে আসেনি। তাদের দেশভাগের বি’রোধিতা করা উচিত ছিল। কারণ দেশভাগের কারণেই পাকিস্তান সৃষ্টি হয়েছে।
অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগিরকপঞ্জিবিরোধী বি’ক্ষো’ভে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ রয়েছে উ’গ্রহিন্দুত্ব’বাদী নেতা ৪৭ বছর বয়সী আদিত্যনাথের বি’রুদ্ধে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।