আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বি'রু'দ্ধে ভোট দিয়েছেন তার দলের প্রভাবশালী সিনেটর মিট রমনি। মার্কিন ইতিহাসে অভিশং'সন প্রস্তাবে নিজ দলের প্রেসিডেন্টের বি'রু'দ্ধে কোনো সিনেটরের ভোট দেওয়ার ঘটনা এটাই প্রথম। তিনি ইউটাহ থেকে নির্বাচিত সিনেটর।
ট্রাম্পের বি'রু'দ্ধে ক্ষ'মতার অপব্যবহার প্রস্তাবে তিনি এই ভোট দিয়েছেন। তবে ডেমোক্রেটদের স্বপ্ন ভ'ঙ্গ করেছেন দুই উদারপ'ন্থী রিপাবলিকান। তারা হলেন মেইনে থেকে নির্বাচিত সিনেটর সুসান কলিনস এবং আলাস্কা থেকে নির্বাচিত সিনেটর লিসা মুরকোওয়াস্কি।
ডেমোক্রেটরা আশা করেছিলেন তারা মিট রমনির পথ ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের বি'রু'দ্ধে অভিশং'সন প্রস্তাবে ভোট দেবেন। কিন্তু তারা তা করেন নি। সাম্প্রতিক সময়ে কয়েকজন রিপাবলিকান সিনেটর ট্রাম্পের আচরণ নিয়ে সমালো'চনা করেছেন। তবে তারা অভিশং'সনের মাধ্যমে তাকে ক্ষ'মতাচ্যু'ত করতে রাজি ছিলেন না।
ক্ষ'মতার অপব্যবহার ও সংসদের কাজে বা'ধা সৃষ্টির জো'রালো অ'ভিযোগে অভিশং'সন থেকে অবশেষে রক্ষা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকবেন কি না, সিনেটে এ নিয়ে ভোটাভুটি হয়। ক্ষ'মতার অ'পব্যব'হারের অভিযোগের ক্ষেত্রে ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫২টি আর বিপক্ষে ৪৮টি।
মার্কিন কংগ্রেসের কাজে বা'ধা সৃষ্টির অ'ভিযোগের ক্ষেত্রে ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫৩টি, বিপক্ষে পড়ে ৪৭টি। দু'টি অ'ভিযোগের ক্ষেত্রেই বেশি ভোট পেয়ে ট্রাম্প ক্ষ'মতা হা'রানোর ঝুঁ'কি থেকে বেঁচে গেছেন। তবে, মার্কিন ইতিহাসে নিজ দলের প্রেসিডেন্টের বি'রু'দ্ধে কোনো সিনেটরের ভোট দেওয়ার ঘটনা এটাই প্রথম।