আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে দেশটির সেনা অবস্থানে কা'মানের গো'লা নিক্ষে'প করেছে তুরস্ক। তুর্কি টেলিভশন মঙ্গলবার রাতে এ খবর জানিয়ে বলেছে, দেশটির সেনারা ইদলিব শহরের দক্ষিণ উপকণ্ঠে এবং আলেপ্পো শহরে পশ্চিম ও উত্তর অংশে অবস্থিত সিরিয়ার সেনা অবস্থানে গো'লা নিক্ষে'প করেছে।
তবে এসব হা'মলায় হ'তাহ'ত বা ক্ষ'য়ক্ষ'তির পরিমাণ জানা যায়নি। সম্প্রতি ইদলিবে অবস্থানরত স'ন্ত্রা'সীরা যু'দ্ধবি'রতি ল'ঙ্ঘ'ন করার পর সিরিয়ার সেনাবাহিনী ওই প্রদেশ জ'ঙ্গিদের বি'রু'দ্ধে অ'ভিযা'ন শুরু করেছে এবং এরইমধ্যে বেশ কিছু এলাকা স'ন্ত্রা'সীদের দ'খ'লমুক্ত করেছে। উ'গ্র জ'ঙ্গি গো'ষ্ঠীগুলোর পৃ'ষ্ঠপো'ষক তুরস্ক বিষয়টি ভালোভাবে নেয়নি এবং তু'র্কি সেনারা স'ন্ত্রা'সীদের হয়ে এখন সিরিয়ার সেনা অবস্থানে হা'ম'লা চালাচ্ছে।
ইদলিব প্রদেশের দক্ষিণ অংশে অ'ভিযা'ন চালানোর পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো প্রদেশের দক্ষিণ ও পশ্চিম অংশকেও জ'ঙ্গিমুক্ত করার লক্ষ্যে হা'ম'লা শুরু করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে বেশ কিছুদিন ধরে কথিত কুর্দি বিদ্রো'হীদের দ'মনের নামে তুর্কি সেনা মোতায়েন রয়েছে। তুরস্ক গত তিন বছরে বহুবার সামরিক আ'গ্রা'সন চালিয়েছে। সিরিয়াসহ বিশ্বের বহু দেশ তুর্কি সরকারের এই আ'গ্রা'সী মনোভাবের নি'ন্দা জানিয়েছে।