বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:১৯:২০

ভারতে আসা হিন্দুরা শরণার্থী ও মুসলিমরা অনুপ্রবেশকারী : সংসদে মোদি

ভারতে আসা হিন্দুরা শরণার্থী ও মুসলিমরা অনুপ্রবেশকারী : সংসদে মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নাগরিকত্ব সংশো'ধনী আইন নিয়ে মোদি সরকারের বি'রু'দ্ধে উঠেছে বিভেদের অভিযোগ। লোকসভায় কংগ্রেসকে টেনে এনে তার জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি। আরও একবার তার ভাষণে এল অতীত প্রসঙ্গ- জওহরলাল নেহরু, দেশভাগ, ১৯৭৫ সালের জ'রু'রি অবস্থা ও ১৯৮৪-র শিখ দা'ঙ্গা। 

দেশভাগের পর তত্কালীন পশ্চিম ও পূর্ব পাকিস্তানে সংখ্যাল'ঘুদের অবস্থা নিয়ে নেহরুর অবস্থান বোঝাতে তার একটি চিঠির কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। নেহরুর নাম না করে আরও একবার দেশভাগের জন্য কাঠ'গড়ায় তুলে মোদি বলেন, ''প্রধানমন্ত্রীর পদের অভীপ্সায় কেউ দেশ ভাগ করেছিলেন। ভারতের মানচিত্রের উপর দিয়ে লাইন টানা হয়েছিল। দুভাগে ভাগ হয়েছিল ভারত। দেশভাগের জন্য হিন্দু, শিখ ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে কল্পনাতীত নির্যা'তন হয়েছে।''

পাকিস্তান, বাংলাদেশে সংখ্যাল'ঘুদের নিয়ে নেহরুর অবস্থানও তুলে ধরেন মোদি। তার কথায়, ১৯৫০ সালে নেহরু ও লিয়াকতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাতে বলা হয়েছিল, পাকিস্তানে সংখ্যাল'ঘুদের সঙ্গে বিভে'দ করা হবে না। প্রধানমন্ত্রীর কটা'ক্ষ, নেহরুর মতো বিরাট ধর্মনি'রপেক্ষ, দূ'রদৃ'ষ্টিসম্পন্ন মানুষ, আপনাদের কাছে সব কিছু, কেন সাধারণ নাগরিক না ব্যবহার করে সংখ্যাল'ঘু শব্দের ব্যবহার করেছিলেন?

কেন নেহরু সংখ্যাল'ঘু বলেছিলেন, তা স্পষ্ট করতে তত্কালীন প্রধানমন্ত্রীর একটি চিঠিও পড়ে শুনিয়েছেন প্রধানমন্ত্রী। আসামের তত্কালীন মুখ্যমন্ত্রীকে ওই চিঠি দিয়েছিলেন নেহরু। সেটি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ''হিন্দু শরণার্থী ও মুসলিম অনুপ্রবেশকারীর ফা'রাক করতে হবে আপনাকে। নির্যা'তিতরা ভারতে আসছেন, তাদের নাগরিকত্ব পাওয়া নিয়ে কোনও সং'শয় নেই। আইন অনুকূলে না হলে তা বদ'লাতে হবে।''

প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ১৯৫৩ সালে লোকসভায় নেহরু বলেন, পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপরে দেশছাড়ার চা'প দেওয়া হচ্ছে। এনিয়ে নথিও রয়েছে। তাহলে কি নেহরুও সাম্প্রদায়িক? আমি জানতে চাই? হিন্দু ও মুসলিমদের মধ্যে কি ফা'রাক করেছিলেন উনি? তিনি কি হিন্দু রাষ্ট্র চেয়েছিলেন?

বিরো'ধিতার মুখে নাগরিকত্ব সংশো'ধনী আইন নিয়ে সরকার যে উল্টো পথে চলবে না তা আরও একবার লোকসভায় স্প'ষ্ট করে দিয়ে মোদি বলেন, ''আমি পরিষ্কার বলছি, সিএএ আসছে। ভারতের কোনও নাগরিকের উপরে প্র'ভাব পড়বে না। সংখ্যাল'ঘুদের স্বার্থেও আ'ঘা'ত করবে না সিএএ।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে