বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:৪৫:৫৭

করোনার ভয়কে জয় করে চীনা প্রেমিকা অ্যাঞ্জেলকেই বিয়ে করলেন বাঙালি যুবক পিন্টু

করোনার ভয়কে জয় করে চীনা প্রেমিকা অ্যাঞ্জেলকেই বিয়ে করলেন বাঙালি যুবক পিন্টু

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাই'রাসের আত'ঙ্ককে উপে'ক্ষা করেই এক হল চার হাত। চীনা প্রেমিকা অ্যাঞ্জেলের সঙ্গেই গাঁটছড়া বাঁধল কাঁথির যুবক পিন্টু। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথির পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা পিন্টু। আর চীনের গোয়াং প্রদেশের বাসিন্দা অ্যাঞ্জেল।

সাত বছর আগে ছোটো মামার হাত ধরে চীনে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিল পিন্টু। সেখানেই পরিচয় অ্যাঞ্জেলের সঙ্গে। সেই পরিচয়ই ধীরে ধীরে প্রণয়ের পূপ পায়। শেষমেশ চার হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। সেই মতো এক মাস আগে বিয়ের দিনক্ষণ পাকা হয়।

চলতি মাসের ৪ তারিখ বিয়ের দিন ঠিক হয়। স্থির হয়, হিন্দু মতেই হবে বিয়ে। সেই মতো সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই মাঝখান থেকে তাল কাটে মা'রণ ভাই'রাস। দিন ১০-১২ আগে করোনা ভাই'রাসের প্রকো'প দেখা দিতেই কপালে চি'ন্তার ভাঁ'জ পড়ে দুই পরিবারের। 

শেষে ঠিক হয়, নির্দিষ্ট দিনেই হবে বিয়ে। এদিকে চীনে মহা'মারী আকার নিয়েছে নোভেল করোনা ভাই'রাস। কোনও মতে পাত্র ও পাত্রী ভিসা নিয়ে ভারতে চলে আসে। কিন্তু আ'টকে পড়ে কনের পরিবার। সেই পরি'স্থিতির মধ্যেই মঙ্গলবার চার হাত এক হল অ্যাঞ্জেল ও পিন্টুর। 

একদিকে করোনা ভাই'রাসের আত'ঙ্কে যখন চীন সহ সারা পৃথিবী থ'রহরিক'ম্প। আ'ত'ঙ্কে প্রমা'দ গু'নছে ভারতও, সেইসময় অ্যাঞ্জেল-পিন্টুর ভালোবাসা বি'প'দের মাঝেও মাথা উঁচু করে স্বপ্ন সত্যি করার, সা'হস দেখানোর গল্প শোনায়। নবদম্পতি এখন অপেক্ষায় পাত্রীর পরিবারের ভারতে আশার ও আশীর্বাদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে