বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:১২:৫২

মাকে খু'ন করে বয়ফ্রেন্ডকে নিয়ে আন্দামান দ্বীপে ছুটি কাটাতে গেলেন তরুণী

মাকে খু'ন করে বয়ফ্রেন্ডকে নিয়ে আন্দামান দ্বীপে ছুটি কাটাতে গেলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : মাকে খু'ন করেছিলেন ছুরির আ'ঘা'তে। ভাইয়ের মাথায় র'ডের বাড়ি। এর পর তাদের বাড়িতে ফেলে রেখেই ঠান্ডা মাথায় বন্ধুর সঙ্গে উঠে বসেছিলেন ভারতের আন্দামানগামী বিমানে। পুলিশ ওই তরুণী ও তার বয়ফ্রেন্ডকে গ্রেফতার করেছে। কিন্তু অপ'রাধের এমন ন'জির দেখে চোখ কপালে উঠেছে তদ'ন্তকারীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তেত্রিশ বছরের অমৃতা চন্দ্রশেখর এক জন তথ্যপ্রযুক্তি কর্মী। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। তার ভাই হরিশ দাবি করেছেন, অমৃতা বাড়িতে জানিয়েছিলেন, তাকে হায়দরাবাদে বদলি করে দেওয়া হয়েছে। তাই তাকে চলে যেতে হবে। এরপর গত সোমবার ভোর ৪ টা নাগাদ তিনি তার বড় বোনকে নিজের জামা কাপড় গোছগাছ করতে দেখেন। 

হরিশের দাবি, তিনি সাহায্য করতে চাইলেও রাজি হননি অমৃতা। হরিশের অভিযোগ, এরপরই তার উপর একটি রড নিয়ে চ'ড়াও হন অমৃতা। হরিশ চি'ত্‍কার করলে ছুটে আসেন তাদের মাও। সেই মুহূর্তে ভাইকে ছেড়ে, একটি ছু'রি হাতে মায়ের উপর ঝাঁ'পিয়ে পড়েন অমৃতা। ছুরির আ'ঘা'তে ক্ষ'তবিক্ষ'ত হয়ে যান তিনি। এরপর তাদেরকে গু'রু'তর জ'খম অবস্থায় ফেলে রেখেই বাড়ি থেকে বেরিয়ে যান অমৃতা।

হরিশ আরও জানিয়েছেন, অমৃতার বন্ধু শ্রীধর রাও মোটর সাইকেল নিয়ে অপেক্ষায় ছিলেন। সেই গাড়িতে চড়েই চলে যান তারা। হরিশ জ'খ'ম অবস্থাতেই আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন। তবে শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারেননি তিনি। খবর পেয়ে তদ'ন্তে নামে পুলিশ। অমৃতা ও তার পুরুষসঙ্গী শ্রীধরের খোঁজ পেয়ে আন্দামান যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ''আমরা এই ঘটনার তদ'ন্ত করছি। এই খু'নের উদ্দেশ্য কী তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়।'' তবে তদ'ন্তকারীরা মনে করছেন, অমৃতার পরিবার ঋণে ডুবে রয়েছে। তার জেরেই তার মধ্যে হতা'শা তৈরি হয়েছিল। এই ঘটনায় অমৃতার সঙ্গী শ্রীধরের কী ভূমিকা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে