বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:২৭:০১

'এই বছরই পৃথিবী ধ্বং'স হবে' জানালেন কেনেডি হ'ত্যার ভবিষ্যৎবাণী করা সেই নারী

'এই বছরই পৃথিবী ধ্বং'স হবে' জানালেন কেনেডি হ'ত্যার ভবিষ্যৎবাণী করা সেই নারী

আন্তর্জাতিক ডেস্ক : 'এই বছরই ধ্বং'স হবে পৃথিবী। ব্যাপক অ'স্ত্রের ঝ'ঙ্কা'রে শেষ হবে মানব ইতিহাস।' সম্প্রতি এমনই এক কথা জানালেন জন এফ কেনেডি হ'ত্যার ভবিষ্যৎবাণী করা নারী জিয়েন ডিক্সন। জন এফ কেনেডি মা'রা যাবার ৭ বছর পূর্বে এক ভবিষ্যৎবাণী করে এই নারী জানিয়েছিলেন তার হ'ত্যা হবার কথা।

এ ছাড়াও ১৯৫৬ সালের ১৩ মে তিনি প্যারেড ম্যাগাজিনে জানান, আগত তৎকালীন সময় অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণায় লেবার দল এগিয়ে থাকলেও বিজয়ী হবে ডেমোক্রেটরা। তার এ সকল ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় স্বঘোষিত জ্যোতিষী হিসেবে তিনি বেশ জনপ্রিয়তা পান। এখন পর্যন্ত তার সাতটি সর্বোচ্চ বিক্রি হওয়া বই রয়েছে যার মধ্যে একটি তার জীবনী নিয়ে।

মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের সঙ্গে দ্বিতীয় বিশ্বযু'দ্ধে কাজ করেন এই নারী। জিয়েন দাবি করেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন এবং এ সময় তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ১৯৪৫ সালের মধ্যে যু'দ্ধ শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে এই নারী দেখা করতেন। সর্বশেষ তিনি দাবি করেছেন, চলতি বছর বড় যু'দ্ধ দেখবে বিশ্ব। অ'স্ত্রের অতি ব্যবহার ও ধ্বং'সয'জ্ঞে চা'পা পড়বে মানব সভ্যতা। সূত্র : মিরর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে