সুইডেনে ৬ ঘণ্টার বেশি নয়
আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে দিনে কাজের ঘণ্টা ৬ ঘণ্টার বেশি নয়। কর্মীদের সুবিধা এবং আনন্দ দেয়ার জন্যই ৮-৯ ঘণ্টার বদলে ৬ ঘণ্টা কাজের সিদ্ধান্ত নিল সুইডেন।
সুইডেনের একটি স্থানীয় পত্রিকার বরাত দিয়ে জিনিউজ জানিয়েছে, বেশকিছু অফিস এখন থেকেই এ সিদ্ধান্ত মেনে চলতে শুরু করেছে।
সুইডেনের গোথেনবার্গে ১৩ বছর আগে থেকেই এ নিয়ম চালু রয়েছে। সেখানে কম সময়ে কাজ শেষ করে কর্মীরা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারছেন।
দেশটির বেসরকারি এক কোম্পানির কর্মকর্তা বলেন, কর্মীদের ৮ ঘণ্টা কাজ করানোর কোনো মানে হয় না। কারণ বেশি সময় কাজ করার ফলে তারা ক্লান্ত হয়ে পড়েন। এতে বড় ভুল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। অফিসে কাজ করার সঙ্গে নিজের পরিবারকেও সময় দেয়া জরুরি।
হাসপাতালের নার্স এবং ডাক্তারদের ক্ষেত্রেও ৬ ঘণ্টা কাজের নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। তবে কিছু জায়গায় এখন থেকে এ নিয়ম চালু হলেও ২০১৬ সালের মধ্যে সুইডেনের সব অফিসে এ নিয়ম কার্যকর হবে।
২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�