আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আত'ঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরা'সে চীনে সরকারি তথ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৩ জনে। করোনায় আ'ক্রা'ন্তের কারণে বিশ্ব থেকে বিচ্ছি'ন্ন হয়ে পড়েছে চীন।
রাস্তায় গাড়ি-ঘোড়া নেই, কল-কারখানাও সব বন্ধ। তারপরও ধোঁ'য়াশায় ছেয়ে আছে চীনের হুবেই প্রদেশের উহান শহর। অনেকের ধারণা, সপ্তাহখানেক ধরে দিনরাত ২৪ ঘণ্টা করোনাভাইরাসে মৃ'তদের ম'রদে'হ পো'ড়ানোর কারণেই এই ধোঁ'য়াশা সৃষ্টি হয়েছে।
অধিকাংশ মৃ'ত্যু ও নতুন সং'ক্রমণের ঘটনা ঘটছে হুবেই প্রদেশে, যে প্রদেশের উহান শহরকে এ ভাইরা'সের উৎসস্থল বলা হচ্ছে। দেশটির বাকি মৃ'ত্যুর ঘটনাগুলো উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়ের তিয়ানজিন শহর ও গুইঝৌ প্রদেশে ঘটেছে।